You dont have javascript enabled! Please enable it!

গফরগাঁওয়ের চরাঞ্চলে পিশাচ পাকসেনা

 ১৬ই নবেম্বর, গফরগাঁও। আজ এখানকার ব্রহ্মপুত্র নদের চরাঞ্চলে ছ’টি গ্রামে হানাদার বাহিনী। একযােগে গণহত্যা, লুণ্ঠন, অগ্নিসংযােগ ও অত্যাচার চালায়। এদের এ- নৃশংস কার্যকলাপের ফলে শতাধিক লােকের প্রাণহানি ঘটে। অত্যাচারীরা এসব গ্রামের সবকটি বাড়িতেই আগুন ধরিয়ে দেয়। আশেপাশের তিনখানা মসজিদও আগুনের কবল থেকে রেহাই পায়নি। পাকসেনাদের এ- পাশাবিক কার্যকলাপের ফলে গ্রামগুলাে শ্মশানে পরিণত হয়েছে। এমন কি এ অঞ্চলের দালাল ও রেজাকারদের বাড়িগুলােও পাকসেনাদের হাতে ছাই হয়ে গেছে।

জাগ্রত বাংলা ॥ ১: ৭ ॥ ২৮ নভেম্বর ১৯৭১

সূত্র : গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ – খন্ড – ০৪

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!