You dont have javascript enabled! Please enable it!

নােয়াখালীর বিশিষ্ট নেতাদের হত্যা

পাক সৈন্যরা নােয়াখালীর বিশিষ্ট ন্যাপ নেতা জনাব রুহুল আমিন, আওয়ামী লীগের জনাব তুজুল ইসলাম, কলকাতা কর্পোরেশনের পিতা শ্রী নগেন্দ্র শূরকে নৃশংসভাবে হত্যা করিয়াছে। ইহাছাড়া, নােয়াখালীর বিশিষ্ট গান্ধীবাদী নেতা শ্ৰী জীবন সাহাকেও নৃশংসভাবে হত্যার খবর পাওয়া গিয়াছে। বলা বাহুল্যঃ এইসব হত্যায় জনমনে পাক শাহীর বিরুদ্ধে ক্ষোভ ও ঘৃণা আরও বৃদ্ধি পাইয়াছে। কারণ, এইসব ব্যক্তি ছিলেন জনগণের আস্থাভাজন প্রিয়জন।

নতুন বাংলা ॥ ১ : ১০

২১ অক্টোবর ১৯৭১

প্রধানের গৃহ ভস্মীভূত

বিশেষ প্রতিনিধি পাক বর্বর বাহিনী গণ-প্রজন্ত্রী বাংলাদেশ সরকারের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির সভাপতি অধ্যাপক মােজাফফর আহমদের গ্রামের বাড়ীটি অগ্নি সংযােগ করিয়া ভস্মীভূত করিয়া দিয়াছে। কুমিল্লা জেলা ন্যাপ সূত্রে বিলম্বে এই খবর আমাদের নিকট আসিয়া পৌছিয়াছে। অধ্যাপক আহমদের বাড়ী কুমিল্লা জেলার এলাহাবাদে পাক দস্যুরা এই গ্রামে চতুর্দিক হইতে আক্রমণ চালায়। তাহারা অধ্যাপক আহমদের বাড়ীসহ অন্যান্য বাড়ীঘরগুলিতে অগ্নি সংযােগ, লুটতরাজ ও নারী ধর্ষণ চালায়।

নতুন বাংলা ॥ ১: ১০ 

২১ অক্টোবর ১৯৭১

সূত্র : গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ – খন্ড – ০৪

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!