You dont have javascript enabled! Please enable it!

জল্লাদরা বুদ্ধকেও রেহাই দিল না

মুজিবনগর, ৬ই অক্টোবর আমাদের দিল্লীস্থ সংবাদদাতা জানাচ্ছেন যে, হানাদার পাক জঙ্গীশাহীর বর্বরতার হাত থেকে ভগবান বুদ্ধের মূর্তিও রেহাই পায় নি। চট্টগ্রাম থেকে আমাদের প্রতিনিধি জানাচ্ছেন কক্সবাজার মহকুমায় ৩০ ফুট ও ১৮ ফুট দীর্ঘ স্বর্ণ ও অন্যান্য মিশ্র ধাতু দিয়ে নির্মিত যে দুটি মূর্তি ছিল পাক সেনারা তা টুকরাে টুকরাে করে ভেঙ্গে পশ্চিম পাকিস্তানে পাচার করে দিয়েছে। সম্প্রতি বাংলাদেশের প্রধান বৌদ্ধ পুরােহিত জ্যোতিপাল মহাথেরাে নয়াদিল্লীতে সাংবাদিকদের কাছে এই তথ্য প্রকাশ করেন।

সাপ্তাহিক বাংলা ॥ ১: ৩ ॥ ১০ অক্টোবর ১৯৭১

জঙ্গীশাহীর নৃশংহত্যার নিন্দা

ব্রাইটন, ইংল্যান্ড, ৭ই অক্টোবর বৃটিশ লেবার পার্টির সম্মেলনে বাংলাদেশ সম্পর্কে মানব ইতিহাসের যে বিরাট দুঃখজনক ঘটনা ঘটেছে, তাতে আশঙ্কা ও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। জাতীয় এক্সিকিউটিভ কমিটির প্রস্তাবে সম্মেলনের পক্ষ থেকে সর্বসম্মতিক্রমে, পূর্ববাংলার জনগণ ও নির্বাচিত নেতাদের উপর অন্যায়ভাবে সামরিক শক্তি প্রয়ােগের তীব্র নিন্দা করা হয়, পাকিস্তানকে সামরিক সাহায্য ছাড়া সবরকমের সাহায্য বন্ধের জন্য বিশ্বের নিকট এই সম্মেলনে আবেদন জানান। হয়। এ ছাড়া ভারতে শরণার্থীদের প্রচুর সাহায্য বঙ্গবন্ধুর মুক্তি ও বাংলাদেশে সামরিক অত্যাচার বন্ধ করার জন্য পাক সরকারকে আহবান জানিয়েছেন।

বিপ্লবী বাংলাদেশ ৪ ১ : ৮ ॥ ১০ অক্টোবর ১৯৭১

সূত্র : গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ – খন্ড – ০৪