বর্বরতার নতুন রেকর্ড পাকিস্তানী সৈন্যরা নিরীহ
নিরস্ত্র বাঙ্গালীদের হত্যা ও তাদের বাড়ীঘর পুড়ে দেওয়ার চন্ডনীতি অব্যাহত রেখেছে। মুক্তি বাহিনীর হাতে মার খেয়ে পশ্চিম পাকিস্তানের জানােয়ারগুলাে তার প্রতিশােধ নিচ্ছে। নিরীহ মানুষের উপর। করিমগঞ্জে প্রাপ্ত খবরে প্রকাশ, গত ১৫ই সেপ্টেম্বর সকালে করিমগঞ্জ বর্ডারের উল্টো দিকে লাতু। সেক্টরে বর্বর পশ্চিম পাকিস্তানী সৈন্যরা প্রায় দু’হাজার নিরীহ, নিরস্ত্র গ্রামবাসীকে হত্যা করে। খবরে আরাে প্রকাশ, সারাপারে ভােরে ফজরের নামাজান্তে মুসল্লীরা মসজিদ থেকে বের হয়ে আসলে পাকিস্তানী সৈন্যরা তাদের উপর নির্বিচারে মেসিনগান চালায়। ফলে বহু মুসল্লী নিহত হন। প্রসঙ্গত: উল্লেখযােগ্য যে ঐ ঘটনার পর মুক্তি বাহিনী বর্বর পশ্চিমা সৈন্যদের বিরুদ্ধে এক প্রচন্ড যুদ্ধে লিপ্ত হয় । এই যুদ্ধে প্রায় সাড়ে তিনশত পশ্চিম পাকিস্তানী সৈন্য ও রাজাকার প্রাণ হারায়।
জয়বাংলা (১) ॥ ১: ২০ ॥ ২৪ সেপ্টেম্বর ১৯৭১
আধুনিক যুগের চরমতম বিভীষিকাময় ঘটনা
বাংলাদেশে জঙ্গী বর্বরতা সম্পর্কে সিনেটর কেনেডী ওয়াশিংটন হইতে প্রাপ্ত সংবাদে প্রকাশ শরণার্থী সংক্রান্ত মার্কিন সিনেট সাবকমিটির চেয়ারম্যান সিনেটর এডওয়ার্ড কেনেডী গত শুক্রবার মার্কিন সিনেটে একটি বিল পেশ করিয়াছেন। এই বিলটিতে ভারতে গমনকারী বাংলাদেশ শরণার্থীদের জন্য ভারতকে ৩০০ কোটি টাকা সাহায্য দেওয়ার প্রস্তাব করা হইয়াছে। সিনেটর কেনেডী প্রেসিডেন্ট নিকসনকে ব্যাপারটি অত্যন্ত গুরুত্বসহকারে বিবেচনার জন্য অনুরােধ করিয়াছেন। | বিলটি পেশ করিতে গিয়া সিনেটর কেনেডী বাংলাদেশের হানাদার পশ্চিম পাকিস্তানী বাহিনীর নির্যাতন নিপীড়ণ গণহত্যাকে আধুনিক যুগের চরমতম বিভীষিকাময় ঘটনা বলিয়া আখ্যায়িত করেন। তিনি জানান শরণার্থী সংক্রান্ত সিনেট সাবকমিটির বৈঠক আগামী ৩০শে সেপ্টেম্বর হইতে পুনরায় শুরু হইবে। উহাতে বাংলাদেশ সমস্যা সম্বন্ধে পূর্ণ আলােচনা অনুষ্ঠিত হইবে। সিনেটর কেনেডী কর্তৃক পেশকৃত বিলটি প্রথমে পররাষ্ট্র বিষয়ক সাবকমিটিতে সিনেটর ফুলব্রাইটের দপ্তরে যাবে। অতঃপর বিলটি সিনেট অধিবেশনে উত্থাপিত হইবে। সিনেটর কেনেডী প্রশ্ন করেন যে, ‘কোন্দিন মার্কিন অস্ত্রশস্ত্র পাকিস্তানে পাঠানাে বন্ধ হইবে? আর কবে তার পরিবর্তে মানবতার স্বার্থে সাহায্য সামগ্রী বাংলাদেশের দুঃস্থ মানুষের দুয়ারে গিয়া পৌছিবে? তিনি আরও বলেন প্রতিদিন মানুষের দুঃখ দুর্দশার ও মৃত্যুর নুতন নুতন ঘটনার খবর আসিতেছে। এবং ভারতের উপর জোর করিয়া দুঃসহ অর্থনৈতিক ভার চাপাইয়া দেওয়া হইতেছে। সিনেটর কেনেডী বলেন আমাদের এবং বিশ্বের অন্যান্য জাতির সামনে ইহা একটি বিরাট চ্যালেঞ্জ হিসাবে উপস্থিত হইয়াছে। ইহা ভারতের একার দায়িত্ব নয় বিধায় আমি বিলটি সিনেটে পেশ করিতেছি।
বাংলার বাণী ॥ ৫ সংখ্যা ॥ ২৮ সেপ্টেম্বর ১৯৭১
সূত্র : গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ – খন্ড – ০৪