You dont have javascript enabled! Please enable it!

ইয়াহিয়ার “ক্ষমার আসল চেহারা

(কুষ্টিয়া প্রতিনিধি) কুষ্টিয়া কলেজের অর্থনীতি শাস্ত্রের অধ্যাপক নূরুল ইসলাম চৌধুরী (কেতু) সহ পাঁচ ব্যক্তিকে পাক সৈন্যরা চলতি মাসের প্রথম সপ্তাহে গুলি করিয়া হত্যা করিয়াছে। জানা গিয়াছে যে, পাক শাসকচক্রের “সাধারণ ক্ষমার প্রচারণায় বিভ্রান্ত হইয়া ইহারা ভারতের উদ্বাস্তু শিবির হইতে কুষ্টিয়া ফিরিয়া আসিয়াছিলেন। কিন্তু কুষ্টিয়া শহরে পৌছা মাত্র ইহাদিগকে গ্রেপ্তার করা হয় এবং পরে কুষ্টিয়ার পুরাতন থানা ভবনের সামনে গুলি করিয়া হত্যা করা হয়।

মুক্তিযুদ্ধ ॥ ১: ১১ ॥ ১৯ সেপ্টেম্বর ১৯৭১

সূত্র : গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ – খন্ড – ০৪