৮ নভেম্বর ১৯৭১ঃ দিল্লীতে পাক দুতাবাসের বাঙ্গালী কর্মচারী আটকের প্রতিবাদ জানিয়েছে স্কুল ছাত্ররা
দিল্লীতে দুতাবাস কর্মচারীদের আটকে রাখার প্রতিবাদে এবং ভারত পাকিস্তান উত্তেজনার জন্য পাকিস্তান হাই কমিশনের সামনে প্রতিবাদ মিছিল করেছে দিল্লীর ক্ষুদে স্কুল ছাত্ররা। তারা আটক মিশন কর্মচারীদের মুক্তি দাবী করে বিভিন্ন প্ল্যাকার্ড বহন করে ও স্লোগান দেয়। মিশন কর্মচারীদের সন্তানেরা এসকল স্কুলে পড়ে। মিছিলে নেতৃত্ব দেয় দুই ভাই যাদের পিতা হোসেন আলী, তার মাতা এবং দু বোনকে পাক দুতাবাস কর্মকর্তারা আবাসিক কোয়ার্টারে আটক রেখেছে। তাদের নাম মুরাদ ও মুরশেদ। শিশুরা মিছিলের পথে লিফলেট বিতরন করে। মুরাদ ও মুরশেদ দুতাবাসের গেটে একটি লিফলেট লাগিয়ে দেয়।