You dont have javascript enabled! Please enable it!

৮ নভেম্বর, ১৯৭১ঃ সিবিএস টেলিভিশনের সাথে সাক্ষাৎকারে ইয়াহিয়া খান

পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান লাহোরে সিবিএস টেলিভিশনের প্রতিনিধি Tom Fenton সাথে এক সাক্ষাৎকারে বলেন, যদি ভারত পাকিস্তান আক্রমণ করে চীন অবশ্যই হস্তক্ষেপ করবে। তিনি বলেন ইতিমধ্যে দুই দেশের মধ্যে অঘোষিত যুদ্ধ শুরু হয়ে গেছে। ভারতের অব্যাহত গোলাবর্ষণ সত্ত্বেও পাকিস্তান সংযম দেখাচ্ছে। সীমান্তে ভারতের ৬ লাখ সৈন্য সমাবেশের বিরুদ্ধে তাহার দেশ রিজার্ভ বাহিনী তলব করেছে। ৫ গুন বেশী সৈন্য এর সাথে যুদ্ধ করা যদিও বোকামি তথাপি দেশের জনগণই তাদের পরাজিত করবে। যুদ্ধে জয়লাভের বিষয়ে তিনি বলেন যুদ্ধে তার দেশ অবশ্যই জয়লাভ করবে। শেখ মুজিব সম্পর্কে তিনি বলেন তার বিচার এখনো চলছে। তার ভাগ্যে কি ঘটবে তা আদালত ই নির্ধারণ করবে তবে বিচার শেষ হলে মামলার বিবরণী জন সম্মুখে প্রকাশ করা হবে।

পূর্ব পাকিস্তানের রাজনৈতিক সমাধান প্রশ্নে তিনি একটি পরিকল্পনা দিয়েছেন। এ পরিকল্পনা তিনি বাস্তবায়ন করবেন। সংখ্যাগরিষ্ঠ দলের কাছে ক্ষমতা না দিয়ে সংখ্যালঘুদের কাছে ক্ষমতা হস্তান্তর পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন নির্বাচন শেষে একটি সংখ্যাগরিষ্ঠ দলের আবির্ভাব ঘটবে। শরণার্থী গ্রহন প্রসঙ্গে তিনি বলেন যারা বাড়িঘর ফেলে গিয়েছে তাদের অবশ্য আমরা গ্রহন করব এ ব্যাপারে জাতিসংঘের প্রস্তাব আমরা গ্রহন করেছি।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!