ত্রিপুরায় ভারতীয় সীমানার অভ্যন্তরে পাক ফৌজের গােলায় ৫ জন নিহত
আগরতলা, ২৭ জুলাই (ইউ এন আই)-ত্রিপুরায় ভারতীয় সীমান্তের অভ্যন্তরে পাক ফৌজ গত কয়েকদিন যাবত ক্রমাগত গােলা বর্ষণ করেছে। ফলে এখানকার বিভিন্ন শরণার্থী শিবিরের কমপক্ষে ৫ জন শরণার্থী নিহত এবং ১১ জন ভারতীয় নাগরিক আহত হয়েছেন। রাজ্য সদর দপ্তরে প্রাপ্ত সরকারী রিপাের্ট থেকে এই সংবাদ জানা গেছে।
গত ২১ জুলাই কোনাে প্ররােচনা ছাড়াই পাক ফৌজ ভারতীয় সীমানার অভ্যন্তরে গােলা ছোড়ার ফলে কামালচোরা পুলিস স্টেশনের অধীনস্থ রহিমপুর গ্রামের ৪ জন শরণার্থী নিহত ও ৫ জন ভারতীয় নাগরিক আহত হন। আবদুল হাকিম নামক জনৈক শরণার্থী গত ২৪ জুলাই পাক-ফৌজের মর্টারের গােলায় নিহত হন।
১৭ জুলাই কামালডােরা অঞ্চলে পাকিস্তানী সৈন্যদের আক্রমণে ৫ জন ভারতীয় নাগরিক আহত হন।
সূত্র: কালান্তর, ২৮.৭.১৯৭১