You dont have javascript enabled! Please enable it!

নিজের রক্তে কলঙ্ক মুছে দিয়েছে

মিন্টু বসু (জাহানারার পরিচয় বিশেষ কারণেই গােপন রাখতে হল বলে আশা করি পাঠক-পাঠিকা ক্ষমাসুন্দর দৃষ্টিতে গ্রহণ করবেন আমাকে।) জাহানারা আরজুকে আমি এর আগে কোনদিন দেখিনি। সেই প্রথম দেখা। জাহানারার নাম শুনেছি। ওর সম্পর্কে অনেক কিছুই জানতাম। তাই সেদিন ধূসর গােধুলি লগ্নে জলাকীর্ণ বিলে জাহানারাকে দেখে সত্যি আশ্চর্য না হয়ে পারিনি। অবশ্য আশ্চর্যের কিছু ছিলনা। যেহেতু বাংলার মানুষ তখন ক্ষুধার্ত হায়ানার গ্রাস থেকে বাঁচবার জন্য গ্রাম থেকে গ্রামান্তরে ছুটে চলছেন। তবু সেদিন জাহানারাকে দেখে আশ্চর্য না হয়ে পারিনি।  বাংলার আকাশ তখন লালে লাল। যেদিকে তাকাই সেদিকেই দেখি আগুনের লেলিহান শিখা। পাক বর্বর দস্যুরা একের পর এক গ্রাম ধ্বংস করে দিচ্ছে আগুন দিয়ে। খান সেনাদের নৃশংস অত্যাচারে বাংলার মাটি পর্যন্ত কেঁদে উঠেছে। এমন সময়ে জাহানারার মত একটি বিচক্ষণা বুদ্ধিমতী মেয়ের আবির্ভাব একটু অস্বাভাবিক বৈকি।

আমরা থাকতাম তখন বরিশালের সাতলার বিলে। তিনখানা নৌকায় বারােজন । বরিশালের পতন হবার পর আমরা বারােজন মুক্তি ফৌজ দল থেকে বিচ্ছিন্ন হয়ে চারমাস ধরে এখানে এসে আত্মগােপন করেছিলাম। অস্ত্র ছিল কিন্তু গােলাবারুদ ছিলনা। তাই এই বিলের মধ্যে থেকেই খোঁজ নিচ্ছিলাম কি ভাবে যােগাযােগ করা যায় আমাদের অন্যান্য দলের সঙ্গে।  সেদিন আমরা সবাই বসেছিলাম নৌকার উপর, সন্ধ্যা আগত, আকাশ লাল, বসে বসে দেখছিলাম পাক সৈন্যদের পৈশাচিক নৃশংসতা। ভাের থেকে শুরু হয়েছে বর্বর গুলাের পৈশাচিক উল্লাস। সাতলার বিলে বসে দেখছিলাম অদূরের গ্রামগুলাে দাউ দাউ করে জ্বলে পুড়ে ধ্বংস হয়ে যাচ্ছে। আর শুনেছি মেশিন গানের শব্দ। দূর থেকেও অনুভবে বুঝতে পেরেছি ঐ এক একটি গুলী এক একটি নিরীহ মানুষকে শেষ করে দিয়ে যাচ্ছে। বসে বসে শুধু আক্রোশে ফুঁসছিলাম কি করব? এ নৃশংসতা যে আর সহ্য করা যায় না সবাই।

নিঃশব্দে বসেছিলাম। হঠাৎ মিলনের কথায় সবাই চমকে উঠেছিলাম আমাদের জাহানারার মত বলে মনে হচ্ছে না?  মিলনের কথায় ফিরে তাকিয়েছিলাম অদূরের ছােট্ট পথটার দিকে। দেখলাম আলুলায়ীত বেসে একটি মেয়ে ছুটে আসছে, রুক্ষ চুলগুলাে বাতাসে উড়ছে। দেখতে দেখতে সে এগিয়ে এসেছিল নৌকার কাছে। এর মধ্যে আমরা সবাই নৌকা থেকে নেমে পড়েছিলাম। মিলন এগিয়ে গিয়ে জাহানারাকে ধরে ফেলেছিল। তারপর একের পর এক প্রশ্ন করেছিল— এখানে এলে কি করে? কোথা থেকে এসেছে? তােমার বাবা-মা, ভাইরা কোথায়? ইত্যাদি। অনেকক্ষণ পর শুধু একটি কথাই বলেছিল, বাবা-মা মারা গেছে। ভাইদের সংবাদ জানে না।

আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম জাহানারাকে মুখে কথা নেই কিন্তু চোখ থেকে যেন ঠিকরে আগুন বেরুচ্ছে। যেন ঝড়ের দাপটে এলিয়ে পড়া একটি বিরাট বৃক্ষরাজ। হঠাৎ ভীষণ রকম চমকে উঠেছিলাম। যুবতী জাহানারা অন্তঃস্বত্ব। জাহানারার সমস্ত শরীরে এ ছাপ পরিস্ফুট হয়ে উঠেছে। বুঝতে আর বাকী ছিল না তখন, জাহানারা খান সেনাদের শিকারে পরিণত হয়েছিল।  পরে একদিন কথায় কথায় জাহানারা বলেছিল, তার বাবা-মাকে মেরে তাকে ধরে নিয়ে গিয়েছিল ক্যান্টনমেন্ট। চারদিন আটকে রেখেছিল। চার দিনের বিবরণ দিতে গিয়ে জাহানারা বলেছিল, বর্বর পাক সেনারা তাকে সবসময় উলঙ্গ করে রাখত। যখন তখন জাহানারার উপর ক্ষুধার্ত পশুগুলাে ঝাপিয়ে পড়ত। জীবনের এতবড় কলঙ্কের কথা বলতে গিয়ে কখনাে কাদেনি জাহানারা। এমনকি এতটুকু দু:খ প্রকাশও করেনি? শুধু দেখতাম চোখ দিয়ে অগ্নিস্ফুলিঙ্গ বেরােচ্ছে। কয়েকদিন পরে একদিন জাহানারাকে তার আত্মীয় স্বজনদের ঠিকানা দিতে বলেছিলাম। সেখানে ওকে পৌছে দেবার জন্য। কিন্তু উত্তরে সে বলেছিল, সে দেশমাতৃকার নামে জীবন উৎসর্গ করেছে। এরপর জাহানারা রয়ে গেল আমাদের মাঝে একজন মুক্তিসংগ্রামী হয়ে। এর কয়েকদিন পরেই। শত্রু সৈন্যরা সাতলার বিলে চড়াও হল। গােলাবারুদ ছিল না যে মােকাবিলা করব। শেষে বাধ্য হয়ে জংগলে লুকোতে হল। নৌকা থেকে অস্ত্রশস্ত্র গুলাে নিয়ে নৌকাগুলােকে ডুবিয়ে দিয়েছিলাম যাতে আমাদের কোন চিহ্ন না থাকে।

সমস্তদিন ধরে সেদিন সাতলার বিলটাকে খান সেনারা চষে বেড়াল। আমাদের খোঁজ দেবার জন্য অনেক মানুষকে গুলী করে মারল। কিন্তু আমাদের খোঁজ কেউ দিতে পারেনি। তখন বিকেল চারটে, জংগলের ফাক দিয়ে দেখলাম পাক সৈন্যরা এদিকেই এগিয়ে আসছে। নিঃশব্দে সবাই বসে ছিলাম। নিজের নিশ্বাসের শব্দ নিজেই শুনতে পাচ্ছিলাম।  হঠাৎ দেখলাম আমাদের সামনে দিয়ে এক এক করে চলে যাচ্ছে আমাদের মুখের গ্রাস। ব্যর্থ আক্রোশে সবাই ফুলছি হঠাৎ এমন সময় সবাই ভীষণ রকম চমকে উঠলাম। দেখলাম জাহানারা ছুটে চলছে হাতে তার বেয়নেট। রাইফেল থেকে বােধ হয় খুলে নিয়েছিল, নিশ্বাস বন্ধ হবার উপক্রম আমাদের। পরিণতি ভেবে বার বার আমরা শিউরে উঠছি। একি করতে যাচ্ছে জাহানারা? অধিক আগ্রহে অপেক্ষা করতে লাগলাম। খান সেনারা এক লাইন ধরে এগিয়ে চলছে আর পেছনে জাহানারা নিজেকে জংগলের আড়ালে আত্মগােপন করে এগিয়ে যাচ্ছে। একসময় জাহানারা অতর্কিতে ঝাপিয়ে পড়ল লাইনের পেছনের সৈন্যটার উপর। হাতের বেয়নটটা বসিয়ে দিতে মুহূর্তও দেরী করলনা। একটা আর্ত চিৎকার! খান সৈন্যরা সবাই দাড়িয়ে পড়ল কিন্তু তার আগেই জাহানারা হাতের বেয়নটটা নিজের নাভিস্থলে সজোরে বসিয়ে দিল। লুটিয়ে পড়ল জাহানারা। তারপর দেখলাম খানসেনারা ওদের লাশটাকে কাঁধে তুলে নিল আর জাহানারার চুলগুলাে ধরে। টেনে নিয়ে দৃষ্টির বাইরে চলে গেল। জাহানারা হারিয়ে গেল! দেশমাতৃকার নামে ও জীবন উৎসর্গ করেছিল। সে পণ ও জীবন দিয়ে রক্ষা করে গেল। খান সেনাদের কলঙ্কের বােঝা আর বােধহয় ও বহন করতে পারছিল না। তাই বুঝি। ভিতরে ভিতরে চলছিল প্রস্তুতি। আজ সে প্রস্তুতি ফলপ্রসূ হল। খানসেনার কলঙ্ক নিজের রক্তে মুছে দিল জাহানারা!

বিপ্লবী বাংলাদেশ ॥ ১ : ৬ ॥ ১৯ সেপ্টেম্বর ১৯৭১

সূত্র : গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ – খন্ড – ০৪

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!