You dont have javascript enabled! Please enable it! 1971.09.16 | আম্বরখানা কলােনী ও মডেল স্কুলে ৫ শতাধিক বাঙালী মেয়ে বন্দিনী - বাঙালী মেয়েদেরকে জাহাজে করে করাচী নিয়ে যাওয়া হচ্ছে - সংগ্রামের নোটবুক

আম্বরখানা কলােনী ও মডেল স্কুলে ৫ শতাধিক বাঙালী মেয়ে বন্দিনী

(নিজস্ব সংবাদদাতা)। পাঁচ শতাধিক বাঙালী মেয়ে আজও সিলেট শহরের আম্বরখানা কলােনী এবং শালুটিকর রেসিডেন্সিয়াল মডেল স্কুলে বন্দিনী হয়ে আছে। পাক-সেনাদের সীমাহীন অত্যাচারে দুঃসহ তাদের জীবন। কিন্তু মরার কোন উপায় নেই। পরণের শাড়ীগুলি পর্যন্ত পশুরা ছিনিয়ে নিয়েছে। গলায় দড়ি দেবার পর্যন্ত উপায় নেই। পরণে সামান্য একটা জাইঙ্গা আর ব্রেসিয়ার। অর্ধনগ্ন এই সব মেয়েদের উপর রােজই চলে পাশবিক বলাৎকার। দানবের পৌণঃপুনিক ধর্ষণে। ওরা বিধ্বস্ত। দস্যুরা বস্ত্রের সঙ্গে সঙ্গে নিয়তই লুঠে নিচ্ছে ওদের মান সম্রম—কুমারীত্ব আর সতীত্বকে। বুকফাটা কান্না চারদেয়ালে বাধা পেয়ে ওদের কাছেই আবার ফিরে ফিরে আসে। কে জানে তাদের মুক্তিকামী ভাই আর সন্তানেরা কবে তাদেরকে নরক যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারবে।

সাপ্তাহিক বাংলা ॥ ১:১ # ১৬ সেপ্টেম্বর ১৯৭১

বাঙালী মেয়েদেরকে জাহাজে করে করাচী নিয়ে যাওয়া হচ্ছে

(ষ্টাফ রিপাের্টার)। মে মাসের প্রথম সপ্তাহে চট্টগ্রাম থেকে একটি জাহাজে করে বাংলাদেশের দুই শতাধিক যুবতী মেয়েকে জোরপূর্বক করাচী নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে বেশ কিছু সংখ্যক বিশ্ববিদ্যালয়ের ছাত্রীও ছিল। এইসব মেয়েদের পরে করাচী থেকে বিভিন্ন জায়গায় সরিয়ে ফেলে পাঞ্জাবী এবং বিহারীদের কাছে বিক্রি করা হয়। পশুরা অত:পর এদের উপর অকথ্য নির্যাতন চালায় এবং জোরপূর্বক বিয়ে করে।

সাপ্তাহিক বাংলা ॥ ১ : ১৫ ১৬ সেপ্টেম্বর ১৯৭১

সূত্র : গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ – খন্ড – ০৪