You dont have javascript enabled! Please enable it!

বাংলাদেশে গণহত্যা ঘটেছে – নির্বাচনে জয়লাভই শেখ মুজিবের একমাত্র অপরাধ

সিনেটর কেনেডি। নয়দিল্লী, ১৬ই আগষ্ট :—শেখ মুজিবর রহমানের বিচার আন্তর্জাতিক আইনের দিক থেকে বিচারের ব্যভিচার। ভারত সফররত মার্কিন সিনেটর এডােয়ার্ড কেনেডি সাংবাদিক সম্মেলনে উপরােক্ত মন্তব্য করেন। তিনি বলেন, আমার মনে হয়, শেখ মুজিবরের একমাত্র অপরাধ তিনি নির্বাচনে জয়লাভ করেছিলেন। বাংলাদেশের গণহত্যার ঘটনা স্বীকার করে তিনি বলেন, পূর্ব বঙ্গে গণহত্যা ঘটেছে।’ তিনি পাকিস্তানী সেনাবাহিনীর আত্মসমর্পণের ব্যাপারে কোনরূপ মন্তব্য করেন নি। | বাংলাদেশ সমস্যার রাজনৈতিক সমাধান সম্ভব বলে তিনি মনে করেন এবং আশা প্রকাশ করেন। যে, আলাপ আলােচনার মাধ্যমে সমাধানে পৌছানাে যেতে পারে।

জয়বাংলা (১) x ১: ১৫ ॥ ২০ আগস্ট ১৯৭১

একটি হত্যা কাহিনী

বরিশাল শহর আওয়ামী লীগের বিশিষ্ট সদস্য জনাব মুজিবর রহমান কাঞ্চনকে পাক হানাদার সেনারা। নিষ্ঠুরভাবে গুলি করে হত্যা করেছে। এ কাহিনী বর্ণনা করেন জনৈক মুক্তিযােদ্ধা। গত মে মাসের প্রথম সপ্তাহে হানাদার সেনারা মুজিবরের বাসভবনে যায় এবং তার দুই কিশাের সন্তানকে ধরে নিয়ে আসে, শহীদ মুজিবরের স্ত্রীর শত অনুরােধেও ছেলেদের ফিরিয়ে দিতে অস্বীকার। করে এবং পাক হানাদার কর্তারা জানায় যে যদি মুজিবর রহমান তাদের সাথে সাক্ষাত করে তবেই ছেলেদের ফিরিয়ে দেওয়া হবে। শহীদ মুজিবর রহমান ঐদিন শুক্রবার খুব সকালে ঘুম থেকে উঠে গরম পানিতে নিজ হাতে স্নান। করেন এবং নতুন জামাকাপড় পরিধান করে মসজিদে নামাজ আদায় করেন। মিলাদ পাঠ এবং মােনাজাত শেষে সকলের মাঝে নিজহাতে মিষ্টি বিতরণ করেন। এরপর তার দোষ ত্রুটির জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং কোলাকুলি করে সকলের কাছ হতে শেষ বিদায় নিয়ে পাক সেনাদের কাছে হাজির হন। একজন কৃষক শহীদ মুজিবরের লাশ। উদ্ধার করতে সমর্থ হয়।

বিপ্লবী বাংলাদেশ ॥ ১: ২ ॥ ২১ আগস্ট ১৯৭১

সূত্র : গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ – খন্ড – ০৪

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!