You dont have javascript enabled! Please enable it!

নৃশংসতা চলছে

বাংলাদেশে দখলীকৃত এলাকা থেকে পাক জল্লাদদের নৃশংসতার আরও খবর পাওয়া গেছে। সম্প্রতি পাক সেনারা উত্তর বাংলার ভােলাগঞ্জে গুলী করে ৮ জন নিরীহ নিরস্ত্র গ্রামবাসীকে হত্যা এবং ১২ জনকে আহত করে।  তারা ভীটাঘর, অমরখানা এবং ঘাটিয়া পাড়া প্রভৃতি গ্রাম ছেড়ে চলে যাওয়ার জন্য গ্রামবাসীদের উপর হুকুমজারী করেছে। পাক জল্লাদ সেনারা সিলেট এবং শ্রীমঙ্গলে ৫ হাজার লােককে বন্দী করে রেখেছে। তাঁদের পাক সেনাদের অভ্যর্থনা শিবিরে নিয়ে দেখানাে হবে যে, তারা ভারত থেকে স্বদেশে ফিরে এসেছে। পাক দস্যুরা ময়মনসিংহ জেলার হালুয়াঘাট গ্রামে অবাধে লুণ্ঠন করার পর গ্রামটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। জল্লাদরা বহু সংখ্যক গ্রামবাসীকে মেসিনগানের গুলী দিয়ে হত্যা করে। জনৈক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন যে, কালােকুমা এবং তাতার নামক স্থানে প্রায় ২ শত মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে।

জয়বাংলা (১) ॥ ১: ১৩ ॥ ৬ আগস্ট ১৯৭১

সূত্র : গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ – খন্ড – ০৪