You dont have javascript enabled! Please enable it!

শরণার্থীদের স্বদেশে ফেরৎ পাঠাবার দায়িত্ব জাতিসংঘকে নিতে হবে
—শ্রী গিরি

নয়াদিল্লী, ২৪ অক্টোবর (ইউএনআই) বাঙলাদেশ শরণার্থীরা যাতে স্বাধীনতা, নিরাপত্তা ও হৃতগণতান্ত্রিক অধিকারগুলি নিয়ে স্বদেশে ফিরে যেতে পারেন তার দায়িত্ব বিশ্বমানব আজও জাতিসংঘকে গ্রহণ করতে হবে।
জাতিসংঘ দিবসে এক বাণীতে রাষ্ট্রপতি শ্রী ভি, ভি, গিরি এই আহ্বান জানিয়ে বলেছেন, জাতিসংঘের সামনে এ সমস্যা এক গুরুতর চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। জাতিসংঘ এই চ্যালেঞ্জ গ্রহণ করে স্বাধীনতা ও শান্তি প্রতিষ্ঠা করতে বাঙলাদেশের সাহসী জনগণকে সাহায্য করবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, যদিও জাতিসংঘের সনদে সার্বজনীন স্বাধিকার, ন্যায়বিচার, যুক্তি ও অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির কথা বলা হয়েছে, কিন্তু আজও এই পৃথিবীতে কিছু শক্তি রয়েছে যারা তাদের উপনিবেশের মানুষগুলিকে মৌলিক অধিকার ও স্বাধীনতা দিতে অনিচ্ছুক।”
পূর্ব বাঙলার মানুষের ওপর নিষ্ঠুরতম অত্যাচারের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, “পাকিস্তান সামরিকচক্র এ ব্যাপারে যে অবিমৃষ্যকারিতার পরিচয় দিয়েছে সভ্য জগৎ তাতে শােকাভূত।”

সূত্র: কালান্তর, ২৫.১০.১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!