You dont have javascript enabled! Please enable it! 1971.07.17 | সাব্বাস ভাই সাব্বাশ দিই সাব্বাশ তাের শমসেরে -আকাদ্দস সিরাজুল ইসলামের বাড়ী পুড়িয়ে দিয়েছে - সংগ্রামের নোটবুক

সাব্বাস ভাই সাব্বাশ দিই সাব্বাশ তাের শমসেরে

(জয় বাংলা প্রতিনিধি): সম্প্রতি নবীগঞ্জ থানার নবীগঞ্জ ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের আহ্বায়ক বাবু বিধুভূষণ দাশগুপ্তের বাড়ীতে কতিপয় দালাল রাইফেল, পিস্তল ইত্যাদি মারাত্মক অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালালে তিনি নির্ভীকভাবে মাত্র একটা বন্দুক নিয়ে তাদের মােকাবেলা করেন। আক্রমণকারী দল আক্রমণাত্মক ব্যবস্থা নেবার পূর্বেই তিনি বন্দুক থেকে গুলী বর্ষণ করেন। ফলে ঘটনাস্থলেই তিনজন নিহত হয় এবং অন্যান্যরা পালিয়ে যেতে বাধ্য হয়। বিধুভূষণ অক্ষত অবস্থায় মুক্ত এলাকায় চলে এসেছেন।

জয় বাংলা (৩) ॥ ১৪ সংখ্যা ॥ ১৭ জুলাই ১৯৭১

আকাদ্দস সিরাজুল ইসলামের বাড়ী পুড়িয়ে দিয়েছে

(নিজস্ব প্রতিনিধি): সম্প্রতি বিশিষ্ট সাহিত্যিক ও বিয়ানীবাজার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আকাদ্দস। সিরাজুল ইসলামের বাড়ীতে হামলা চালিয়ে হানাদার বাহিনী তার পাকা বাসগৃহ পুড়িয়ে দিয়েছে।  অপর এক সংবাদে জানা গেছে জেলা আওয়ামী লীগের কৃষি সম্পাদক জনাব নজির আহমদের চর। মােহাম্মদপুরস্থ বাড়ীতে শান্তি কমিটির দালাল আখতার চৌধুরী ৫ জন সশস্ত্র হানাদার নিয়ে হামলা চালিয়ে তিনখানা ঘর জ্বালিয়ে দিয়েছে। অধিকন্তু, তারা ভিটেগুলি খনন করে গােপন আস্তানার সন্ধান চালায়। বিয়ানীবাজার এলাকায় দস্যু বাহিনী যাদের ঘরবাড়ী জ্বালিয়ে দিয়েছে তারা হচ্ছেন অধ্যক্ষ ইমদাদুর। রহমান, হাজী তফজ্জুল আলী, আসিদ আলী, জমির উদ্দিন, মছদ্দর আলী, ছিফত আলী, আবদুল লতিফ সমছ খান, আবদুর রহমান, কমর উদ্দিন, কাজী আলাউদ্দিন, আবদুল মুব্বির, ইন্দাজ আলী, নছিব আলী ও সিরাজ উদ্দিন এতদ্বিষয়ক সংবাদ পূর্বে প্রকাশিত হয়েছে এবং পূর্বে যাদের তালিকা দেওয়া হয়েছে। এ তালিকায় তাদেরকে বাদ দেওয়া হয়েছে)।

জয় বাংলা (৩) ॥ ১৪ সংখ্যা ॥ ১৭ জুলাই ১৯৭১

সূত্র : গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ – খন্ড – ০৪