You dont have javascript enabled! Please enable it!

৭ নভেম্বর ১৯৭১ঃ ৫ নং সেক্টরের যোদ্ধাদের উপর ডকুমেন্টারী ক্লিপ

ছাতক যুদ্ধের আন্তজার্তিক প্রচার হওয়ার পর আন্তজার্তিক মিডিয়ার এ সেক্টরের উপর নজর আসে। ছুটে আসেন বিবিসির ডেভিড সেল। তিনি এ সেক্টরের যোদ্ধাদের উপর একটি ডকুমেন্টারী ক্লিপ তৈরি করেন যা এদিন প্রচার ও মুক্তি পায়। আন্তজার্তিক প্রধান প্রধান মিডিয়ার প্রচারিত ক্লিপ গুলি সাধারনত সারা বিশ্ব এ ছড়িয়ে পরে। এ ক্লিপ অবশ্য বিবিসির নির্দেশিত এবং পূর্ব পাকিস্তানের ভিতরে চিত্রায়িত করা। পাকিস্তানী যুদ্ধ বিবরন মতে কয়েকদিন আগে রাধানগর কোম্পানী গঞ্জ তাহিরপুরে মুক্তিবাহিনী ভারতীয় বাহিনীর সহায়তায় আক্রমন করে। এ ক্লিপে টেংরাটিলা দেখানো হয়েছে।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!