You dont have javascript enabled! Please enable it!

৭ নভেম্বর ১৯৭১ঃ বিবিধ

আখতার সোলায়মান রাওয়ালপিন্ডি থেকে লাহোর যাত্রার প্রাক্কালে পিপিআই সাংবাদিককে আখতার সোলায়মান বলেন ভারত আক্রমন করিলে আমরাও শেষ পর্যন্ত লড়ব। পাকিস্তানের জনগন এবং তাদের বীর সেনাবাহিনী ভারতকে কখনো তথাকথিত বাংলাদেশের ক্রীড়নক সরকার গঠনের উদ্দেশে পূর্ব পাকিস্তানের ক্ষুদ্রতম এলাকা দখল করতে দিবে না। ভারত পাকিস্তান আক্রমন করিলে ১৯৬৫ সালের চেয়েও ভয়াবহ পরাজয়ের সম্মুখীন হবে। পাকিস্তান সৃষ্টির পর হতেই ভারত পাকিস্তানকে খণ্ড বিখণ্ড করার চেষ্টা করে যাচ্ছে। ভারত উহার নিজস্ব এলাকা ব্যাতিত অন্য কোথাও তথাকথিত বাংলাদেশ সরকার গঠন করতে পারবে না। ভারত এই উদ্দেশে আমাদের দেশের ক্ষুদ্রতম অংশও দখল করতে পারবে না। সিলেটে রাজাকারদের সমাবেশে স্বাস্থ্যমন্ত্রী ওবায়দুল্লাহ মজুমদার সিলেটের গোলাপগঞ্জে শান্তি কমিটি ও রাজাকারদের এক সমাবেশে স্বাস্থ্যমন্ত্রী ওবায়দুল্লাহ মজুমদার বলেছেন দেশের কঠিনতম সময়ে শান্তি কমিটি ও রাজাকাররা শান্তি ও স্বাভাবিক অবস্থা পুনঃ প্রতিষ্ঠায় বিরাট কাজ করেছেন। তিনি রাজাকারদের তাদের উপর নেস্ত বিশ্বাসের মর্যাদা রক্ষা এবং জনগন আস্থা হারায় এমন কিছু না করার আহ্বান জানিয়েছেন।

 

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!