৭ নভেম্বর ১৯৭১ঃ রাওয়ালপিন্ডিতে আব্বাস আলী খান
জামায়াত নেতা আব্বাস আলী খান পাকিস্তান শিক্ষক সমিতির এক সভায় বলেন পাকিস্তানের শিক্ষানীতি এমন হওয়া উচিত যাতে খাটি মুসলমান এবং খাটি পাকিস্তানী তৈরি হয়। তিনি বলেন সরকার শিক্ষানীতি পরিবর্তনের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন রয়েছে এবং পূর্ব পাকিস্তানে ইতিমধ্যে কিছু ব্যবস্থা গৃহীত হয়েছে। তিনি বলেন ইসলামী শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন না হওয়ায় এখন কলেজ বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়া ছাত্রদের মধ্যে ইসলাম ও দেশের জন্য ভালবাসার অভাব রয়েছে। তিনি বলেন পূর্ব পাকিস্তানে একটি ইসলামী বিশ্ববিদ্যালয় স্থাপন বিবেচনায় আছে। অপর এক দলীয় সমাবেশে আব্বাস আলী খান পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দুরভিসন্ধি ব্যার্থ করার উদ্দেশে দেশের সব অঞ্চলের লোকদের ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানান। জামায়াত নেতা আব্বাস আলী খান এক সংবাদ সম্মেলনে জানান, পূর্ব পাকিস্তানের পুরো অবস্থা সেনাবাহিনী ও রাজাকারদের নিয়ন্ত্রণে রয়েছে। সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় বেসামাল হয়ে ভারতীয় চররা চোরাগোপ্তা হামলা চালিয়ে শান্তি বিনষ্ট করছে।