You dont have javascript enabled! Please enable it!

০৭ নভেম্বর, ১৯৭১: শিয়ালকোট ও লাহোরের জনসভায় নুরুল আমিন

ডেমোক্রেটিক পার্টি প্রধান নুরুল আমিন শিয়ালকোটে এক জনসভায় বলেন বৈদেশিক হামলা হতে স্বদেশ ভুমি রক্ষায় এবং হানাদারদের পর্যুদস্ত করার জন্য পাকিস্তানের দুই অঞ্চল দুই বাহু রুপে কাজ করবে। তারা দ্বিমুখী আক্রমন চালিয়ে মাতৃভূমি রক্ষা করবে। তিনি বলেন যে সকল শক্তি পাকিস্তানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে জাতীয় সংহতি ও অখণ্ডতা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ সেনাবাহিনী তাদের প্রতিহত করবে। তিনি পশ্চিম পাকিস্তানের জনগনকে আশ্বাস দেন পূর্ব পাকিস্তানের প্রতি ইঞ্চি ভুমি রক্ষার জন্য পূর্ব পাকিস্তানের দেশপ্রেমিকরা নিজেদের শেষ রক্তবিন্ধু বিসর্জন দিতে প্রস্তুত আছে। তিনি বলেন যে উভয় অংশের এ ধরনের সাহসী ও উৎসর্গী জনসাধারনের সামনে বিশ্ব এ এমন কোন শক্তি নেই যে পাকিস্তানকে পরাজিত করতে পারে। পরে নুরুল আমিন লাহোর যান এবং সেখানে বরকত আলী ইসলামিয়া হলে এক সুধী সমাবেশে বক্তব্য দেন। তিনি তার ভাষণে বলেন সরকার জনগনের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরে অত্যন্ত আন্তরিক তা প্রমান করার এখন সময় এসেছে।

ক্ষমতা হস্তান্তরে সরকার যদি এক দলকে অপর দলের বিরুদ্ধে লেলিয়ে দেয় তবে তাতে তাদের এবং দেশের অস্তিত্ব বিপন্ন হবে এবং সরকার হবে ক্ষণস্থায়ী। তিনি বলেন ক্ষমতা এক আউন্স করে করে দিলে চলবে না দিতে হবে পুরা পাউন্ড করে। তিনি বলেন পূর্ব পাকিস্তানীরা যথার্থভাবে অনুভব করে যখনি তাদের ক্ষমতা দেয়ার সময় হয়েছে তখনি তাদের সে অধিকার থেকে বঞ্চিত করা হয়। তিনি বলেন ভারত পাকিস্তানের চারিদিক দিয়ে সৈন্য এবং নৌপথেও করাচী ঘেরাও করে রেখেছে। উপনির্বাচন কার্যক্রম শুরু হওয়ার পর তাদের ধ্বংসাত্মক তৎপরতা জোরদার করেছে। তিনি বলেন ভারত মনে করে উপনির্বাচনের পর পরিষদ অধিবেশনে বসে বেসামরিক সরকার ক্ষমতা গ্রহন করে একটা অবস্থায় আসলে ভারত তার অভিসন্ধি বাস্তবায়ন করতে পারবে না তাই তারা তাদের আক্রমনের মাত্রা বাড়িয়ে দিয়েছে।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!