০৭ নভেম্বর, ১৯৭১ঃ চীনে পাকিস্তান প্রতিনিধিদল
চীনের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী চী পেং ফী রাজধানীর গ্রেট পিপল হলে এক রাষ্ট্রীয় ভোজ সভায় পাকিস্তান প্রতিনিধিদলকে পূর্ণ আশ্বাস দিয়ে বলেন, চীন পাকিস্তানের অখন্ডতা রক্ষায় সর্বতোভাবে সহযোগিতা করবে তবে উভয় দেশের মধ্যে আলোচনার মাধ্যমে সকল সমস্যা সমাধানে চীন উৎসাহ দিবে। তিনি উপমহাদেশের উত্তেজনায় তার দেশের সরকার ও জনগনের উদ্বেগের কথা জানিয়ে বলেন ইদানীং ভারত সরকার পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে নগ্ন হস্তক্ষেপ করছে, পাকিস্তানের অভ্যন্তরে ধ্বংসাত্মক কার্যকলাপ চালাচ্ছে এবং সামরিক হস্তক্ষেপের হুমকি দিচ্ছে। তিনি বলেন কোন বিদেশী রাষ্ট্রকে কোন অজুহাতেই পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ ও ধ্বংসাত্মক কার্যকলাপ চালাতে দেয়া যায়না। তিনি বলেন চীন সরকারের নীতিই হল একদেশ অপর দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। সীমান্ত থেকে ভারতীয় সৈন্য প্রত্যাহারের বিষয়ে ইয়াহিয়া খানের আবেদন তিনি সমর্থন করে বলেন ইহা যুক্তিসঙ্গত।
ভোজ সভায় পাকিস্তান দল নেতা জুলফিকার আলী পাকিস্তানকে সমর্থন করার জন্য চীন সরকার ও জনগণকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন পাকিস্তানকে ভয় দেখানোর জন্য ভারত সীমান্তে সৈন্য মোতায়েন ও সীমান্ত সংঘর্ষে লিপ্ত হয়েছে। তারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করলে আমাদের জনগন সম্ভাব্য সব উপায়ে তাদের দেশ রক্ষা করবে। তিনি চীনের সমৃদ্ধি এবং মাও সেতুং এর সুস্বাস্থ্য কামনা করেন। অনুষ্ঠানে পাকিস্তান টেবিল টেনিস দলকে পরিচয় করিয়ে দেয়া হয়। ভোজ সভায় চীনা প্রধানমন্ত্রী চৌ এন লাই সামরিক কমিশনের ভাইস চেয়ারম্যান ইয়েহ চিন ইং সহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় পাকিস্তান প্রতিনিধিদল ছাড়াও রাষ্ট্রদূত খাজা কায়সার উপস্থিত ছিলেন। পরে এক সাংবাদিক সম্মেলন জুলফিকার আলী বলেন চীনা নেতৃবৃন্দের সাথে আলোচনায় সমঝোতা হয়েছে ফলে এখন তিনি আশা করেন এর ফলে এশিয়ায় আক্রমন হবে না। তিনি বলেন ভারতের হুমকি এমন পর্যায়ে পৌঁছেছে যে তার দেশ বন্ধুদের শরনাপন্ন হতে বাধ্য হয়েছে।