বাংলাদেশের পাঁচজন নেতার উপর সমন
করাচী, ২১ এপ্রিল-পূর্বপাকিস্তানের গভর্ণর লেঃ জেনারেল টিক্কা খা বাংলাদেশের পাঁচজন নেতাকে পূর্ব পাকিস্তানের সামরিক প্রশাসনের সদর দপ্তরে সােমবার হাজির হবার জন্য তাঁদের উপর সমন জারি করেন। এবং এই বলে হুসিয়ার করে দেন যে হাজির না হলে তাদের অনুপস্থিতিতেই বিচার করা হবে। ঢাকায় এক ঘােষণা প্রচার করে বলা হয়েছে যে, এইসব লােকদের বিরুদ্ধে নানা অভিযােগ রয়েছে। ঘােষণায় ২ জন নেতার নাম করা হয়েছে। এরা হলেন-আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি শ্রীতাজুদ্দিন আহমেদ ও লীগের প্রবীণ সহ-সভাপতি শ্রীআবদুল মান্নান। অপর তিনজন হলেন ছাত্রনেতা তুফাইল মুহম্মদ, [তােফায়েল আহমেদ) সংবাদপত্র মালিক আবিদুর রহমান ও আওয়ামী লীগের পার্লামেন্টারী হুইপ আবদুল মান্নান।
রেডিও পাকিস্তান থেকে গতকাল রাত্রে দাবি করা হয়েছে জয়দেবপুরের অস্ত্র কারখানায় খুব শীগগিরই আবার উৎপাদন শুরু হবে। সেই সঙ্গে রেডিও থেকে কারখানার কর্মীদের অবিলম্বে কাজে যােগদানের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় গুরুতর শাস্তি ভােগ করতে হবে বলে শাসানিও দেওয়া হয়েছে। একই সঙ্গে রেডিও পাকিস্তান থেকে সরকারী কর্মচারীদের কাজে যােগদান করার জন্য আরও একবার আদেশ জারি করা হয়েছে।
Reference:
২২ এপ্রিল ১৯৭১, দৈনিক আনন্দবাজার পত্রিকা