বঙ্গবন্ধুকে চীনে পাঠানাের অপচেষ্টা
লণ্ডন, ১৯শে ডিসেম্বর আজ এখানে প্রাপ্ত এক সংবাদে জানা যায় যে বঙ্গবন্ধু শেখ মুজীবকে পশ্চিম পাকিস্তানী শাসকবর্গ পিকিংয়ে নিয়ে যাবে, এবং চৌ-এন-লাই ও ভুট্টোর সাথে মুখােমুখি এক। আলােচনার ব্যবস্থা করা হবে। জানা যায়, এই সাক্ষাৎকারের মুখ্য উদ্দেশ্য হল পাক কাঠামােকে বজায় রাখার শেষ চেষ্টা। পশ্চিম পাকিস্তানী কর্তৃপক্ষ মনে করে শেখ মুজিবই হল এখন শেষ অস্ত্র । মুজিবকে | রাজি করাবার ব্যাপারে চীন নাকি পিণ্ডির কর্তৃপক্ষের মনে ক্ষীণ আশার আলােক সঞ্চার করেছে। এ খবরের সত্যতা সম্পর্কে ভূট্টো পরােক্ষ ভাবে লণ্ডন থেকে পিণ্ডি ফেরার পথে সাংবাদিকদের কাছে স্বীকার করেছেন।
বিপ্লবী বাংলাদেশ ও ১ : ১৮ ! ১৯ ডিসেম্বর ১৯৭১
সূত্র : গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ – খন্ড – ০৩