বঙ্গবন্ধুর মুক্তি চাই পশ্চিম পাকিস্তানের ৪২ জন বিশিষ্ট নাগরিকের যুক্ত বিবৃতি
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য পশ্চিম পাকিস্তানের ৪২ জন বিশিষ্ট ব্যক্তি জেনারেল ইয়াহিয়ার কাছে আবেদন জানাইয়াছেন। তাহারা গত ডিসেম্বরে পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচনে নির্বাচিত জন প্রতিনিধিদের লইয়া একটি গণতান্ত্রিক সরকার গঠনের অনুরােধ করিয়াছেন। যাহারা ঐ আবেদনে স্বাক্ষর দান করিয়াছেন, তাহাদের মধ্যে রহিয়াছেন রাজনৈতিক নেতা, আইনজীবি, সাংবাদিক, ট্রেড ইউনিয়ন নেতা, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, লেখক, ছাত্রনেতা ও সমাজসেবী। গত ৪ঠা নভেম্বর লাহােরে ঐ যুক্ত বিবৃতি প্রচার করা হয়। জেনারেল ইয়াহিয়া তিনদিনের সফরে ঐ দিনই রাওয়াল পিণ্ডি হইতে লাহাের গিয়াছিলেন। বিবৃতিতে স্বাক্ষরকারীরা বলিয়াছেন, পাকিস্তানের রাজনৈতিক স্থায়িত্ব বিপন্ন হইবার মত সঙ্কট দেখা দিয়াছে। গণতান্ত্রিক সরকার গঠনই এই সঙ্কট দূর করিবার সবচাইতে ভাল উপায়। তাহারা বলেন যে, শেখ মুজিবকে মুক্তি দেওয়া হইলে তাহা ন্যায় বিচারের প্রাথমিক অনুশাসনের সঙ্গে সাম স্যপূর্ণ হইবে। যুক্ত আবেদনে স্বাক্ষরকারীদের তালিকায় উল্লেখযােগ্য নামগুলি হইল ইশেতেকলাল পার্টির প্রধান এবং পাকিস্তানের বিমান বাহিনীর প্রাক্তন এয়ারমার্শাল আসগর খাঁ, লেনিন শান্তি পুরস্কার বিজয়ী কবি ফয়েজ আহমদ, পাকিস্তান ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সভাপতি মির্জা মােহাম্মদ ইব্রাহিম, পাকিস্তান সােসালিস্ট পার্টির নেতা চৌধুরী আসলাম এবং দৈনিক পাকিস্তান টাইমস এর প্রাক্তন সম্পাদক মাজহার আলী খান। স্বাক্ষরকারীদের অধিকাংশই বামপন্থী বলিয়া পরিচিত। লাহােরে পাক প্রেসিডেন্টের কাছে এই ধরনের আবেদন এই প্রথম। লাহােরকে পাকিস্তানের মুজিব বিরােধী সবচেয়ে বড় কেন্দ্র বলিয়া মনে করা হয়। রয়টারের খবরে প্রকাশ, সুইডেনে বিপুল সংখ্যক পরিষদ সদস্য বাংলাদেশ সমস্যা সমাধানে নিজেদের প্রভাব কার্যকরী করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের নিকট আবেদন জানাইয়াছেন। ২৮০ জন সদস্যের স্বাক্ষর যুক্ত এই আবেদন পত্রটি গত ৫ই নভেম্বর সুইডেনস্থ মার্কিন দূতাবাসে অর্পন করা হয়।
বাংলার বাণী ৪ ১১ সংখ্যা ৯ নভেম্বর ১৯৭১
পশ্চিম পাকিস্তানের ৪২ জন বিশিষ্ট ব্যক্তি কর্তৃক অবিলম্বে মুজিবুর রহমানের মুক্তি দাবি।
মুজিবনগর, ৬ই নভেম্বর-পশ্চিম পাকিস্তানের ৪২ জন বিশিষ্ট ব্যক্তি শেখ মুজিবুর রহমানকে অবিলম্বে মুক্তি দিয়ে বিগত সাধারণ নির্বাচনে নির্বাচিত ব্যক্তিদের সমন্বয়ে একটি গণতান্ত্রিক সরকার গঠনের জন্য পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের কাছে আবেদন জানিয়েছেন বলে পাকিস্তান রেডিওর খবরে বলা হয়েছে। আবেদনকারী ব্যক্তিদের মধ্যে পাকিস্তানের প্রাক্তন বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল আসগর খান, লেলিন [লেনিন] শান্তি পুরস্কার বিজয়ী কবি ফয়েজ আহমদ ফয়েজ, ছাত্র নেতা তারিখ আলী প্রমুখও রয়েছেন। বিয়াল্লিশ জন বিশিষ্ট ব্যক্তি স্বাক্ষরিত এই আবেদনপত্রে বলা হয় যে, শেখ মুজিবুর রহমানকে মুক্তি দেওয়া সম্ভব না হলে ন্যায়সঙ্গত বিচারের জন্য সামরিক আদালতের গােপন কক্ষের পরিবর্তে যেন অসামরিক এবং প্রকাশ্য আদালতে তার বিচার করা হয়। ‘নিউজউইক’ পত্রিকার প্রতিনিধির সঙ্গে এক সাক্ষাৎকারে ইয়াহিয়া খান বলেছিলেন যে, জাতি যদি চায়, তবে শেখ মুজিবুর রহমানকে তিনি মুক্তি দিবেন বলে যে উক্তি করেছিলেন, সেই পরিপ্রেক্ষিতেই স্বাক্ষরকারীদের এই দাবি বলে আবেদনে উল্লেখ করা হয়। সুইডেন পার্লামেন্ট সদস্যদের দাবি। এদিকে সুইডেনের ২৮০ জন পার্লামেন্ট সদস্য মার্কিন দূতাবাসে একখানি স্মারকলিপি প্রদান করেন। এতে বলা হয় যে, বাংলাদেশ সমস্যার আশু সমাধানের জন্য যুক্তরাষ্ট্র যেন প্রভাব বিস্তার
সাপ্তাহিক বাংলা # ১ ৪
১১ নভেম্বর ১৯৭১
সূত্র : গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ – খন্ড – ০৩