ট্যাঙ্ক-বিধ্বংসী মাইন বিস্ফোরণে বি এস এফের ২ জন নিহত
আগরতলা, ১৬ অক্টোবর (ইউ এন আই)-এখান থেকে এক কিলােমিটার দূরে আগরতলা-আখাউরা সড়কের উপর অবস্থিত ভারতীয় সীমান্ত চৌকির কাছে এক ট্যাঙ্ক-বিধ্বংসী মাইন বিস্ফোরণে সীমান্ত রক্ষী বাহিনীর দু’জন নিহত ও চারজন আহত হয়েছেন।
আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক এবং তাদেরকে হাসপাতালে পাঠানাে হয়েছে।
সীমান্ত রক্ষী বাহিনীর লােকজনরা মাইন পােতা আছে টের পেয়ে সেখানে যায় এবং মাইনটিকে সরাবার সময় বিস্ফোরণ ঘটে।
এটাকে একটা নাশকতামূলক কাজ বলে পুলিসমহল থেকে জানানাে হয়েছে।
কিছুদিন আগে ঐ অঞ্চল থেকে প্রায় ৬টি বিস্ফোরক দ্রব্য উদ্ধার করাও হয়েছিল এবং ৭ জনকে সন্দেহক্ৰমে গ্রেপ্তার করাও হয়েছিল।
সেপ্টেম্বরে পাকগােলায় ৪৫ জন নিহত
সেপ্টেম্বরের দ্বিতীয় পক্ষকাল ত্রিপুরার সীমান্তের ওপার থেকে পাক-বাহিনী ভারতের অভ্যন্তরে প্রচণ্ড গােলাবর্ষণ করে। এই সময়ের মধ্যে পাকফৌজের গােলায় ২৬ জন নিহত ও ২৫ জন আহত হন।
নিহতদের মধ্যে মহিলাসহ ১৭ জন বাঙলাদেশ শরণার্থী আছেন। ঐ মাসেই প্রথম পক্ষকালে পাকিস্তানীদের গুলিতে ১৯ জন নিহত ও ৩১ জন আহত হন।
সূত্র: কালান্তর, ১৭.১০.১৯৭১