৬ নভেম্বর ১৯৭১ঃ জামাতে ইসলামী সংবাদ
জামাতে ইসলামীর আশেপাশের থানা কমিটির সভাপতিদের সাথে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন শহর শাখার সভাপতি গোলাম সারোয়ার। সভায় দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। সভায় রাজধানী ও আশে পাশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য সরকারের প্রতি আহবান জানানো হয়। ভারতের নিন্দা করে ভারতের বিরুদ্ধে জেহাদের জন্য জনগনের প্রতি আহবান জানানো হয়।
শিক্ষামন্ত্রী আব্বাস আলী খান রাওয়ালপিন্ডিতে দলীয় অফিসে সাংবাদিকদের সাথে ালাপ করার সময় শেখ মুজিবের মুক্তি সম্পর্কে প্রেসিডেন্ট এর মন্তব্য এর জবাবে বলেছেন জনগন শেখ মুজিবের মুক্তি চায় না। তিনি বলেন পাকিস্তানের সাড়ে ৬ কোটি লোকের মধ্যে মাত্র কয়েক লাখ লোক বাংলাদেশ সমর্থন করে। তিনি বলেন আওয়ামী লীগকে ভোটদান কারীরা সকলেই বাংলাদেশের সমর্থক নয়। তিনি বলেন পাকিস্তানের আদর্শ বিরোধী শিক্ষকদের চাকুরী থেকে বাদ দেয়ার জন্য তিনি স্ক্রিনিং বোর্ড গঠন করবেন। তিনি বলেন পূর্ব পাকিস্তানের পরিবেশ সন্তোষজনক এবং পূর্ব পাকিস্তান বীর সেনাবাহিনী ও রাজাকারদের নিয়ন্ত্রণে আছে। পাকিস্তান টিকে থাকার জন্য হয়েছে এবং ভারতীয় হামলার মুখেও টিকে থাকবে। তিনি বলেন পরিস্থিতি একেবারে স্বাভাবিক হয়ে যাওয়ায় দুষ্কৃতিকারীরা হতাশ হয়ে জীবনযাত্রার ব্যাঘাত সৃষ্টির জন্য এসব করছে।