৬ নভেম্বর ১৯৭১ঃ সদরুদ্দিন আগা খানের শরণার্থী শিবির পরিদর্শন
জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশনার সদরুদ্দিন আগা খান কলকাতার কাছে শরণার্থী শিবির পরিদর্শন করেছেন। ভারতে আসার আগে তিনি জেনেভা থেকে নিউইয়র্কে মহাসচিব উথান্ত এবং পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আগা শাহীর সাথে বৈঠকে মিলিত হয়েছিলেন। এখানে তিনি অনেকটাই অনির্ধারিত সফরে এসেছেন। ২৫ মার্চের ক্র্যাক ডাউনের পর পশ্চিমবঙ্গে এটা তার ২য় সফর। দিল্লীতে নেমেই তিনি সেখানে অবস্থানরত ভারতে তার প্রতিনিধি টমাস জেমিসনকে নিয়ে কলকাতা গমন করেন। তিনি আগামীকাল দিল্লী ফিরে এসে ভারতীয় কর্মকর্তাদের সাথে বৈঠকে বসবেন। পরশু তিনি পাকিস্তান সফর করবেন।