৬/৭ নভেম্বর ১৯৭১ঃ বিলোনিয়া যুদ্ধ
বিকেলে পাক বিমান বাহিনী মুক্তিযোদ্ধা অবস্থানের বোমা বর্ষণ করে। তিনটি বিমান বেশ নিচু দিয়ে উড়ে গোলাবর্ষণ করছিল। গ্রামের বাড়িঘর, শস্যক্ষেতে আগুন জ্বলে ওঠে। বিমানবিধ্বংসী কামান না থাকলেও মেশিন গান থেকে হানাদার বিমান লক্ষ্য করে গুলি ছুড়তে থাকেন মুক্তি বাহিনী। সেই রাতেই ভারতীয় বাহিনীর ২৩ ডিভিশনের গোলন্দাজ ইউনিটের সহায়তায় ৩ ডগরা ও ২ রাজপুত ব্যাটেলিয়ন পরশুরাম আক্রমন করে। উত্তর থেকে ভারতীয় বাহিনী দক্ষিন থেকে মুক্তিবাহিনীর অতর্কিত আক্রমণে হানাদার পাকিস্তানি সেনার অনেকে নিহত হয়। ৭ তারিখ সকালে ২ জন অফিসার সহ ৭০ জন পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করলে পরশুরাম মুক্ত হয়।