You dont have javascript enabled! Please enable it!

বঙ্গবন্ধু কেন আত্মগােপন করেননি- (সংবাদদাতা প্রেরিত)

ঢাকা, ৩১শে অক্টোবর গত ২৫শে মার্চ সামরিক অভিযান শুরু হবার পর বাংলাদেশের আন্দোলন পরিচালনার জন্য কেন শেখ মুজিবর রহমান আত্মগােপন করেননি?  প্রবীণ সাংবাদিক ডি, আর, মানকেকর তার ‘পাক কলােনিয়ালিজম ইন ইষ্ট বেঙ্গল’ (পূর্ব বাংলায় পাক ঔপনিবেশিকতা)’ শীর্ষক নতুন গ্রন্থে এই প্রশ্ন জিজ্ঞাসা করেছেন এবং নিজেই তার উত্তর দিয়েছেন। তিনি বলেছেন, একটি উত্তর হয়তাে এই যে, মুজিব গণতন্ত্র পুনঃ স্থাপনে ইয়াহিয়া খানের আন্তরিক ইচ্ছার কথায় প্রতারিত হয়েছিলেন এবং ইয়াহিয়া খান যে জনগণের সর্বসম্মত দাবী দমন করতে এমন কঠোরভাবে সৈন্য ব্যবহার করবেন তা তিনি আশা করেননি। তিনি মনে করেছিলেন, খুব বেশি হলে সরকার তাঁকে ও অন্যান্য নেতাদের গ্রেপ্তার করবেন এবং বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাদুনে গ্যাস প্রয়ােগ করবেন, অথবা বড়জোর গুলী চালাবেন এবং এইভাবে আন্দোলন দমন করবেন। কিন্তু প্রত্যক্ষদর্শীর বিবরণে প্রকাশ, পরে যে নৃশংসতা নেমে এল তার আঘাতে মুজিব পাথর হয়ে গিয়েছিলেন। শ্রীমানকেকর বলেছেন, এমন প্রমাণ পাওয়া গেছে যে, মুজিব একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত আশা করেছিলেন যে, সাংবিধানিক অচলাবস্থার একটা রাজনৈতিক সমাধান পাওয়া যাবে, কিন্তু সরকার যদি আক্রমণাত্মক নিপীড়ণের আশ্রয় নেন, সেইজন্য আওয়ামী লীগ সংগ্রামের জন্য প্রস্তুত হচ্ছিলেন। সংগ্রাম সমিতি গঠন থেকেই বােঝা যায় যে আওয়ামী লীগ আসন্ন ঝড়ের আভাস পেয়েছিলেন। এই রকম এক পরিণতির জন্য জনগণের প্রস্তুতির অর্থ, স্বেচ্ছাসেবকদের অস্ত্রে ও গেরিলা যুদ্ধে শিক্ষণ দেওয়া, যার জন্য এমন দীর্ঘ সময়ের দরকার যা তারা পাননি, আর দরকার গােপন পদ্ধতি।

বাংলাদেশ (১) ॥ ১: ১৯  ১ নভেম্বর ১৯৭১

সূত্র : গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ – খন্ড – ০৩

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!