You dont have javascript enabled! Please enable it! 1971.10.15 | শেখ মুজিবরকে হত্যা করা হবে না -  শেখ মুজিবের বিচার বন্ধ করা হােক - সংগ্রামের নোটবুক

শেখ মুজিবরকে হত্যা করা হবে না

কায়রাে, ১২ই অক্টোবর আল আহরাম পত্রিকার সম্পাদকীয় প্রবন্ধ লেখক ডাঃ ক্লোডিমা ম্যাক সাউথ আজ এক প্রবন্ধে লিখেছেন, প্রেসিডেন্ট নিক্সন প্রেসিডেন্ট ইয়াহিয়ার কাছ থেকে এই প্রতিশ্রুতি পেয়েছেন যে, শেখ মুজিবর রহমানের বিচারের রায় যাই হােক না কেন বাংলাদেশ নেতাকে কোন অবস্থাতে হত্যা করা হবে না। পাকিস্তান থেকে সম্পূর্ণ নির্ভরযােগ্যসূত্রে এই খবর সংগৃহীত বলে প্রবন্ধে বলা হয়েছে।

প্রতিনিধি ॥ ১: ৩ ॥ ১৫ অক্টোবর ১৯৭১।

 শেখ মুজিবের বিচার বন্ধ করা হােক

সােভিয়েট সাংবাদিক ইউনিয়ন এক বিবৃতিতে গণহত্যা বন্ধ ও বাংলাদেশ সমস্যার রাজনৈতিক সমাধানের পক্ষে দাবী জানান। সােভিয়েট শান্তি কমিটি ও ট্রেড ইউনিয়ন সংস্থাগুলির পক্ষ থেকেও অনুরূপ দাবী জানান হয়েছে। শেখ মুজিবরের বিচার প্রসঙ্গে বলতে যেয়ে সংবাদ সংস্থার প্রস্তাবে বলা হয়েছে, শেখ মুজিব জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি, একথা সারা বিশ্বের লােক জানে। তার দল আওয়ামী লীগ বিগত সাধারণ নির্বাচনে বিপুল ভােটে জয় লাভ করে, একথা কারাে কাছে অবিদিত নয়। পূর্ব বাঙলার আইন সভাতেও তার দল সংখ্যাগরিষ্ঠ। তাই গণহত্যা ও শেখ মুজিবের বিচার বন্ধ না করলে বিশ্বের এই অঞ্চলের পরিস্থিতির আরাে অবনতি ঘটবে। সােভিয়েট শান্তি কমিটি ও ট্রেড ইউনিয়ন সংস্থাগুলি থেকেও অনুরূপ প্রস্তাব পাশ ও মতামত ব্যক্ত করা হয়েছে।

জয়বাংলা (১) ॥ ১: ২৩ ॥ ১৫ অক্টোবর ১৯৭১

সূত্র : গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ – খন্ড – ০৩