You dont have javascript enabled! Please enable it!

মুজিবের মুক্তির জন্য সােভিয়েট কি পাকিস্থানকে চাপ দেবে?

ঢাকা ৩০শে সেপ্টেম্বর—সােভিয়েট সরকার শীঘ্রই পাকিস্থানের সামরিক সরকাররের নিকট  বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মুক্তির প্রশ্ন উত্থাপন করতে পারে। মস্কোয় প্রধানমন্ত্রী মিসেস গান্ধীর তিনদিনব্যাপী অবস্থানের সময় ভারত সরকারের অফিসারগণ সােভিয়েটের এই সিদ্ধান্তের আভাস পেয়েছেন বলে জানা গেছে। গত ডিসেম্বরের সাধারণ নির্বাচনে সংখ্যা গরিষ্ঠতা প্রাপ্ত দলের নেতা হিসাবে শেখ মুজিবের সঙ্গে বাংলাদেশের সঙ্কটের শান্তিপূর্ণ সমাধানের জন্য আলােচনা আরম্ভ করতে সােভিয়েট সরকার পাকিস্থানকে অনুরােধ করবে বলে আশা করা যাচ্ছে।  সােভিয়েটের এই প্রচেষ্টা ফল প্রসু হবে, ভারত সরকার এমন আশা করেন না তথাপিও শেখ মুজিবের অবিলম্বে মুক্তি বিধান এবং আলােচনার মাধ্যমে বাংলাদেশ সমস্যার সমাধানে যে কোন দেশের প্রচেষ্টাকে ভারত সরকার অভিনন্দন জানায়। ভারতের পররাষ্ট্র মন্ত্রী শ্রীস্বরণ সিং রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদে গতকাল ভাষণ দানকালে প্রেসিডেন্ট ইয়াহিয়া খা ও শেখ মুজিবের মধ্যে আলাপ আলােচনার মাধ্যমে বাংলাদেশ সমস্যার সমাধানের প্রস্তাব সমর্থন করেন।

বাংলাদেশ (১) # ১; ১৫ ॥ ৪ অক্টোবর ১৯৭১

বঙ্গবন্ধুর নেতৃত্ব অক্ষয় -(নিজস্ব প্রতিনিধি)

পশ্চিম পাকিস্তান আওয়ামী লীগের একজন বিশিষ্ট নেতা শেখ মঞ্জুরুল হক গত সােমবার শেখ  মুজিবর রহমানকে মুক্তিদানের জন্য ইয়াহিয়ার প্রতি আহ্বান জানাইয়া বলেন যে আরও বিপর্যয় হইতে  বাঁচিতে হইলে অবশ্যই-শেখ মুজিবর রহমানকে মুক্তিদান করিতে হইবে। তিনি বলেন শেখ মুজিবকে কারার অন্তরালে রাখিলেও তাঁহার নেতৃত্ব কোনদিনও শেষ হইবে না। তিনি আজও সারা বাংলাদেশবাসীর নেতা এবং পশ্চিম পাকিস্তানেও তাঁহার মতাদর্শের যথেষ্ট অনুসারী আছেন।

বাংলার বাণী ॥ ৬ সংখ্যা ৫ অক্টোবর ১৯৭১

সূত্র : গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ – খন্ড – ০৩

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!