You dont have javascript enabled! Please enable it!

ডাহা মিথ্যা (বিশেষ প্রতিনিধি)

স্বাধীন বাংলার জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যাপারে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং তাহাকে ও তাহার পরিবার বর্গকে লােক চক্ষে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে ইসলামাবাদের জঙ্গীচক্র একটার পর একটা চক্রান্ত করিয়া চলিয়াছে।| ইসলামাবাদ চক্রের রাজনৈতিক জারজ সন্তান হামিদুল হক চৌধুরীর পাকিস্তান অবজার্ভার সম্প্রতি এই মর্মে একটি খবর পরিবেশন করিয়াছে যে, বঙ্গবন্ধুর সহধর্মিনী বেগম শেখ মুজিবর রহমান নাকি বাংলাদেশের দখলীকৃত এলাকার গভর্ণর গাদ্দার ডাঃ মালিকের বাসভবনে গিয়া তাহার সহিত সাক্ষাৎ করিয়াছেন। এই সংবাদটি পাকিস্তান অবজার্ভার পত্রিকা প্রথম পৃষ্ঠায় ফলাও করিয়া প্রকাশ করিয়াছে। কিন্তু আসলে খবরটি একটি গাঁজা। উল্লেখযােগ্য যে ২৫শে মার্চ রাত্রে বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানকে ইসলামাবাদের হানাদার বাহিনীর ট্যাঙ্ক মেশিনগানের গােলাগুলির মুখে গ্রেপ্তারের সময় হইতে তাহার সহধর্মিনী বেগম মুজিব এবং তাহার কন্যা ও পরিবারের অন্যান্য সদস্যকে গ্রেফতার করিয়া অন্য একটি বাড়ীতে অন্তরীণ বদ্ধ অবস্থায় রাখা হয়। নিজ আত্মীয়-স্বজনের সহিতও দেখা করিবার জন্য তাহাদিগকে কোন সুযােগ। দেওয়া হয় না। সম্প্রতি কড়া সামরিক প্রহরায় তাহাদিগকে ডাঃ মালিকের বাড়ীতে লইয়া যাওয়া হয়।

ঢাকা হইতে বিশ্বস্তসূত্রে পাওয়া খবরে জানা যায়, সামরিক বাহিনীর লােকেরা বেগম শেখ মুজিবকে কোথায় লইয়া যাইতেছে গাদ্দার ডাঃ মালিকের বাসভবনে পৌছিবার পূর্বমুহূর্ত পর্যন্ত তিনি কিছুই জানিতেন না। কি উদ্দেশ্যেই বা তাহাকে গভর্ণরের বাসভবনে লইয়া যাওয়া হইয়াছিল তাহা সকলেই বুঝিতে পারিয়াছেন। বাংলাদেশে মুক্তিযােদ্ধাদের হাতে প্রচণ্ড মার খাইয়া বিশ্বের বিভিন্ন দেশের দুয়ারে আপােষের আবেদন লইয়া ইয়াহিয়াচক্রের ধর্না দেওয়ার পটভূমিকায় বেগম শেখ মুজিবকে গভর্ণর ভবনে লইয়া গিয়া গাদ্দার ডাঃ মালিকের সহিত সাক্ষাৎ করানাের অন্তরালে বঙ্গবন্ধু এবং তাহার সুযােগ্যা পত্নীকে হেয় প্রতিপন্ন করার দুরভিসন্ধিই নিহিত ছিল। আর অবজার্ভার পত্রিকা উহাকেই ফলাও করিয়া পরিবেশনের মাধ্যমে উহার প্রভু হামিদুল হক চৌধুরীর দালালী ব্যবসায়টিকে পাকা পােক্ত করিয়াছে মাত্র। আসলে দেশ বিদেশের গণমনে বিভ্রান্ত সৃষ্টির জন্যই কসাই বাহিনী বেগম মুজিবকে কড়া। প্রহরাধীনে গাদ্দার মালিকের ‘গােলামের আস্তানায়’ লইয়া যায়। বেগম মুজিব ইচ্ছা করিয়া গাদ্দার মালিকের সঙ্গে দেখা করিতে যাইবেন এমন কথা ইয়াহিয়ার পয়সার কেনা কুত্তার বাচ্চার দল ছাড়া আর কেহই বিশ্বাস করিবেনা। কারণ, এই সেদিন বেগম মুজিবই অন্য বাড়ী হইতে ধানমণ্ডির নিজের বাড়ীতে গিয়া অন্তরীনাবদ্ধ থাকার জল্লাদী প্রস্তাব ঘৃণার সঙ্গে প্রত্যাখান করিয়া দিয়াছেন।

বাংলার বাণী ॥ ৫ সংখ্যা ॥ ২৮ সেপ্টেম্বর ১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!