You dont have javascript enabled! Please enable it!

বটেইতাে! মানবেতিহাসের ঘৃণ্যতম জল্লাদ ইয়াহিয়া খান বলিয়াছে যে, বাঙ্গালীদের দুঃখ দুর্দশার জন্য শেখ মুজিবর রহমানই দায়ী।

গতকাল সােমবার) বেতারে শ্রুত খবর অনুযায়ী ইয়াহিয়া খান নিউজ উইক পত্রিকার প্রতিনিধির সঙ্গে এক সাক্ষাৎকারে বলিয়াছে যে, শেখ মুজিবকে যদি এখন মুক্তি দেওয়া হয় তবে পূর্ববাংলার এই অপ্রতিদ্বন্দ্বী নেতার অনুগামীরাই তাহাকে হত্যা করিবে। জেনারেল ইয়াহিয়া খান আরও বলিয়াছে যে, ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ আসন্ন নয় এমন। মনে করিবার কোন কারণ নাই। যুদ্ধের সম্ভাবনা খুবই প্রবল। কারণ উপমহাদেশে পরিস্থিতি এখন খুবই উত্তেজনাপূর্ণ। চীনের পক্ষ হইয়া তাহার কথা বলার অধিকার আছে বলিয়া দাবী করিয়া ইয়াহিয়া খান বলে যে, পাক ভারত যুদ্ধ বাঁধিলে চীন সরাসরি উহাতে শরীক না হইতে পারে কিন্তু চীন অবশ্যই পাকিস্তানকে অস্ত্রশস্ত্র দিয়া সাহায্য করিবে।