You dont have javascript enabled! Please enable it! 1971.11.05 | পূর্বাঞ্চলীয় সীমান্ত পরিদর্শনে লে. জে. নিয়াজী - সংগ্রামের নোটবুক

৫ নভেম্বর ১৯৭১ঃ পূর্বাঞ্চলীয় সীমান্ত পরিদর্শনে লে. জে. নিয়াজী

লে. জে. নিয়াজী দেশের পূর্বাঞ্চলীয় সীমান্ত ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা এলাকা সফর করেন। নিয়াজির সাথে ১৪ ডিভিশন এর জিওসি মেজর জেনারেল কাজী উপস্থিত ছিলেন। তিনি পূর্ব সীমান্তে পাকিস্তান ভূখণ্ড দখল প্রচেষ্টায় ভারতীয় সেনা এবং তাদের দোসরদের সাফল্য এর সহিত প্রতিহতকারী সেনাবাহিনীর জওয়ান, রাজাকার ও মুজাহিদ বাহিনীর সদস্যদের সঙ্গে কাটান। সৈন্যরা গর্বের সাথে নিয়াজীকে শত্রুর বিরুদ্ধে তাদের সফল অভিযানের বর্ণনা দেন এবং তাদের কাছ থেকে উদ্ধারকৃত অস্রসস্র প্রদর্শন করেন। নিয়াজি পরে বীর রাজাকার ও মুজাহিদদের সাথে মিলিত হন। এরা ভারতীয় চরদের বিরুদ্ধে কয়েকটি অভিযানে সাফল্য দেখিয়েছিলেন। এরা সেনাবাহিনীর সাথে যৌথ অপারেশনে অংশ নিচ্ছে। স্থানীয় কমান্ডার নিয়াজিকে জানান অব্যাহত ভারতীয় হামলা সত্ত্বেও তার অধিক্ষেত্রে অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতি ভাল রয়েছে।