You dont have javascript enabled! Please enable it!
বিনাশর্তে বঙ্গবন্ধুর মুক্তি চাই আন্তর্জাতিক সম্মেলনের বলিষ্ঠ দাবী
(বিশেষ প্রতিনিধি)
নয়াদিল্লীতে বাংলাদেশ সম্পর্কে আন্তর্জাতিক সম্মেলনে যােগদানকারী পচিশটি দেশের প্রতিনিধিরা একবাক্যে বাংলাদেশের সাড়ে সাত কোটি সংগ্রামী মানুষের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বিনাশর্তে মুক্তি দাবী করিয়াছেন। তিনদিন ব্যাপী এই সম্মেলন শুরু হইবার প্রাক্কালে বাংলাদেশে জঙ্গীচক্রের বর্বর হামলার শিকার। নিরীহ অসহায় মানুষদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য দুই মিনিটকাল নীরবতা অবলম্বন করা হয়। সম্মেলনে গৃহীত এক সর্বসম্মত প্রস্তাবে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের গােপন বিচার প্রহসনের। তীব্র নিন্দা করা হয় এবং এই জঘন্য উস্কানিমূলক কাজ হইতে বিরত রাখিতে পাকিস্তানের উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টির জন্য বিশ্বের রাষ্ট্রসমূহের প্রতি আবেদন জানানাে হয়। প্রস্তাবে শেখ মুজিবর রহমান এবং জাতীয় ও প্রাদেশিক পরিষদে নির্বাচিত অন্যান্য আটকৃত সদস্যদের অবিলম্বে মুক্তি দেওয়ার দাবী  জানানাে হয়। প্রতিনিধিরা সবাই উঠিয়া দাড়াইয়া প্রস্তাবের প্রতি তাহাদের সমর্থন জানান।
এই আন্তর্জাতিক সম্মেলনে সমবেত বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্ট নাগরিকরা বাংলাদেশে ইয়াহিয়ার দস্যুবাহিনীর ব্যাপক নরহত্যার তীব্র নিন্দা করেন এবং বাংলাদেশের মানুষের আত্ম নিয়ন্ত্রণ অধিকারের প্রতি দ্ব্যর্থহীন সমর্থন জ্ঞাপন করেন। তাহারা সবাই ইসলামাবাদের নরপশুদের বীভৎস চণ্ডনীতির সমালােচনা করিয়া বলেন আধুনিক ইতিহাসে এই হত্যাকাণ্ডের আর কোন তুলনা নাই। সম্মেলনের উদ্বোধন করিয়া সর্বোদয় নেতা শ্রীজয় প্রকাশ নারায়ন বলেন, স্পেনের গৃহযুদ্ধের সময়। যেমন করা হইয়াছিল বাংলাদেশের মুক্তির জন্যও সেই রকম একটা সশস্ত্র আন্তর্জাতিক বিক্ষোভ গড়িয়া তােলার প্রশ্ন আজ ভাবিয়া দেখার সময় আসিয়াছে। তিনি বলেন, ভারতে আশ্রয় প্রাপ্ত শরণার্থীদের সহিত আলাপ করিয়া তাহার এই প্রশস্তি হইয়াছে যে, প্রতিটি হানাদার পাকিস্তানী সৈন্য বাংলা দেশ হইতে চলিয়া না যাওয়া এবং বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে পরিণত না … (অস্পষ্ট)।
বাংলার বাণী ॥ ৪ সংখ্যা ॥ ২১ সেপ্টেম্বর ১৯৭১

সূত্র : গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ – খন্ড – ০৩

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!