You dont have javascript enabled! Please enable it! 1971.06.06 | বাঙলাদেশের ঘটনার গুরুতর পরিণতি হতে পারে প্রধানমন্ত্রীর হুশিয়ারি : যথাসময়ে যথাযােগ্য ব্যবস্থা নেওয়া হবে | কালান্তর - সংগ্রামের নোটবুক

বাঙলাদেশের ঘটনার গুরুতর পরিণতি হতে পারে প্রধানমন্ত্রীর হুশিয়ারি : যথাসময়ে যথাযােগ্য ব্যবস্থা নেওয়া হবে
(স্টাফ রিপাের্টার)

কলকাতা, ৫ জুন প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধী আজ এখানে বলেন, পূর্ব বাঙলা থেকে লক্ষ লক্ষ শরণার্থীর আগমনের ফলে অতি গুরুতর পরিস্থিতির উদ্ভব হয়েছে এবং এর পরিণতি দেশের পক্ষে গুরুতর হতে পারে। কিন্তু আমরা যেন তাতে শঙ্কিত না হই। আমাদের সুস্থির ভাবে এই পরিস্থিতির মােকাবিলা করতে হবে যাতে ঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত নিতে পারি।”
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের শরণার্থীরা যাতে স্বদেশে ফিরে যেতে পারেন, তার জন্য প্রয়ােজনীয় অবস্থার সৃষ্টি হওয়া প্রয়ােজন।
আজ রাজভবনে মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর সঙ্গে আলাদাভাবে এবং তার পরে সামরিক অফিসারসহ বিভিন্ন অফিসারও রাজ্যের মন্ত্রিসভার সঙ্গে বাঙলাদেশের শরণার্থী সমস্যা নিয়ে আলােচনার পর সাংবাদিকদের কাছে তিনি উপরােক্ত মন্তব্য করেন।
তিনি বলেন, বাঙলাদেশের ব্যাপারে সমস্যার বিরাটত্ব অনুযায়ী আন্তর্জাতিক সমর্থন মেলে নি।”
তিনি জানান, পশ্চিমবঙ্গের শরণার্থী সমস্যা নিয়ে বিস্তারিত আলােচনা হয়েছে। বাঙলাদেশের শরণার্থীদের রাজ্যের বাইরে কেন্দ্রীয় সরকারের যে সব জমি আছে, সেই সব জমিতে শিবির করে নিয়ে যাবার ব্যবস্থা হচ্ছে কিন্তু সমস্ত ব্যবস্থাই হচ্ছে অস্থায়ী ভিত্তিতে কারণ শরণার্থীদের দেশে ফিরে যেতে হবে এবং তাদের স্বদেশে ফিরে যাবার অনুকূল অবস্থার সৃষ্টি করতে হবে।
পূর্বাহ্নে প্রধানমন্ত্রীর তরফ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রদপ্তরের প্রতিমন্ত্রী শ্রীকে, সি, পন্থ জানান, রাজ্যের মন্ত্রীসভার সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠককালে মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রী মন্ত্রীসভার পক্ষ থেকে লক্ষ লক্ষ শরণার্থীর অব্যাহত আগমনের ফলে রাজ্যের প্রশাসনের উপরে যে গুরুতর চাপ পড়েছে, তা বিস্তারিত ভাবে জানিয়ে যে সব ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন তার মধ্যে ছিল, (ক) ভারত সরকার কর্তৃক শরণার্থীদের অন্যত্র সরিয়ে নিয়ে যাবার ব্যবস্থা করা (খ) শরণার্থীদের ক্যাম্পের মধ্যে রেখে যাতে তাদের রক্ষণাবেক্ষণ করা যায় তার উপযুক্ত ব্যবস্থা করা। কারণ, শরণার্থীরা এই দেশের অধিবাসীদের সঙ্গে মিশে গেলে অসুবিধার সৃষ্টি হবে।
তারা এই দিকে দৃষ্টি আকর্ষণ করেন যে, কিছু কিছু লােক শরণার্থীদের এখানে জমি ও লােকদের বাড়ী দখল করতে প্ররােচিত করছে। এর ফলে অনাবশ্যক একটা আইন-শৃঙ্খলা সমস্যার উদ্ভব হবে এবং তা শরণার্থীদের স্বার্থানুগত হবে না।
এই বৈঠকে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি রােধ করার জন্য প্রয়ােজনীয় সব রকমের ব্যবস্থা নেবার প্রয়ােজনীতাও বিশেষভাবে আলােচিত হয়।

সূত্র: কালান্তর ৬.৬,১৯৭১