You dont have javascript enabled! Please enable it! 1971.11.04 | ময়মনসিংহের আকিপারা সীমান্ত ফাঁড়িতে ভারতীয় রাজপুত বাহিনী তাদের চরদের সহযোগিতায় ৩ দফা আক্রমন করে - সংগ্রামের নোটবুক

৪ নভেম্বর ১৯৭১ঃ যুদ্ধ পরিস্থিতি

ময়মনসিংহের আকিপারা সীমান্ত ফাঁড়িতে ভারতীয় রাজপুত বাহিনী তাদের চরদের সহযোগিতায় ৩ দফা আক্রমন করে। পাকিস্তান সেনাবাহিনী তাদের উপর পাল্টা আক্রমন করলে তারা পিছু হটে যায়। এ সময় পাক বাহিনী অনেক অস্র আটক করে। এ হামলায় তাদের ১৪৮ জন নিহত ২০০ এর বেশী আহত হয়। পাকিস্তানের ২ জন নিয়মিত ও ৪ জন মুজাহিদ আহত হয়েছে। গত রাত থেকেই তারা আকিপারা গ্রামে ৫০০ এর উপর গোলাবর্ষণ করে। শেষ রাতে তাদের ৩০০০ সৈন্য আকিপারায় প্রবেশ করে। পাকিস্তান সরকারের মুখপাত্র বলেছেন ধলাই এর বিপরীতে ভারতীয় শহর কামালপুরে তার দেশ কোন পাল্টা আক্রমন করেনি। ভারত অভিযোগ করে বলেছিল পাকিস্তান হামলা করায় তারা পাল্টা হামলা চালিয়েছে। রাজাকাররা পিরোজপুর মহকুমার নাজিরপুর থানার সাত কানিয়ায় পুলিশের সাথে দল বেধে ভারতীয় চরদের উপর আক্রমন করে উক্ত ঘটনায় ৪ ভারতীয় চর নিহত হয়েছে। এখান থেকে প্রচুর অস্র আটক করা হয়। বান্দরবনে রাজাকারদের হামলায় ২ জন সুনামগঞ্জের উত্তরে ৪ জন ভৈরবের উত্তরে শিমুল কান্দিতে বদর বাহিনীর হামলায় ভারতিয় চররা অস্র ফেলে পালিয়ে যায়। ব্রাহ্মণবাড়িয়ার বিদ্যাকুটে রাজাকাররা ৪ জন ভারতীয় চরকে হত্যা করেছে।