৪ নভেম্বর ১৯৭১ঃ রাওয়ালপিন্ডিতে জুলফিকার আলী ভুট্টোর ৬ দলের উপর মন্তব্য
জুলফিকার আলী ভুট্টো রাওয়ালপিন্ডিতে বলেছেন তার দল কৌতুক ও আগ্রহ ভরে কতিপয় ক্ষমতালোভী নেতার কার্যকলাপের উপর নজর রাখছেন। তিনি হুশিয়ার করে দিয়ে বলেন জনগন কোন বেসামরিক অভ্যুত্থান সহ্য ক্রবে না। দলের সিনিয়র নেতাদের সাথে আলাপ করে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তিনি বলেন কোন সরকার চাপিয়ে দেয়া হলে তা ৪০ দিনের বেশী স্থায়ী হবে না। দলের নেতাদের সাথে তিনি পূর্ব পাকিস্তান পরিস্থিতি ভারতের সাথে সম্পর্ক ও পূর্ব পাকিস্তানে উপ নির্বাচন নিয়ে আলোচনা করেছেন। জনগন চাইলে তিনি শেখ মুজিবের মুক্তি দিবেন ইয়াহিয়া খানের এমন মন্তব্য এর জবাবে তিনি বলেন জনগন এমন দাবী করবে বলে আমি মনে করি না। ভারতকে হুশিয়ার করে দিয়ে তিনি বলেন জীবনের সবচে গুরুত্বপূর্ণ মিশনে তিনি পিণ্ডি যাচ্ছেন। পিপিপির সীমান্ত প্রদেশ নেতা হায়াত খান শেরপাও এর মন্তব্য দলের এবং জুলফিকার আলী ভুট্টোর মন্তব্য বলে বিবেচনা করা হচ্ছে। শেরপাও পূর্ব পাকিস্তানের উপ নির্বাচনকে মস্করা এবং তিনি মুসলিম লীগকে একত্র করার প্রচেষ্টা এবং ৬ দল গঠনে সরকারের হাত রয়েছে।