You dont have javascript enabled! Please enable it! 1971.11.03 | চট্টগ্রাম বন্দরে তৈলবাহী জাহাজ ‘মাহতাব জাবেদ’ নিমজ্জিত - সংগ্রামের নোটবুক

০৩ নভেম্বর, ১৯৭১ঃ চট্টগ্রাম বন্দরে তৈলবাহী জাহাজ ‘মাহতাব জাবেদ’ নিমজ্জিত

চট্টগ্রাম বন্দরে পাতা মাইনে ‘মাহতাব জাবেদ’ নামের ৪০০০ টন ধারন ক্ষমতা সম্পন্ন বার্মা ইস্টার্ন এর একটি তৈলবাহী জাহাজ নিমজ্জিত হয়। বিস্ফোরণ ও আগুনে জাহাজের ৮ জন প্রাণ হারায়। ২০ মিনিটের বেবধানে দুটি বিস্ফোরণ ঘটে। ফলে জাহাজে আগুন ধরে যায়। নিহতদের ৫ জন ফায়ার সার্ভিসের কর্মচারী। প্রথম বিস্ফোরণের পর তারা আগুন নেভাতে গেলে ২য় বিস্ফোরণে তারা নিহত হন। তাদের দেহাবশেষ পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের ১৩ জন সহ ৩০ জন আহত হয়েছে। জাহাজটিতে গ্যাসোলিন ও পেট্রল আমদানি করা হয়েছিল।