০৩ নভেম্বর, ১৯৭১ঃ চট্টগ্রাম বন্দরে তৈলবাহী জাহাজ ‘মাহতাব জাবেদ’ নিমজ্জিত
চট্টগ্রাম বন্দরে পাতা মাইনে ‘মাহতাব জাবেদ’ নামের ৪০০০ টন ধারন ক্ষমতা সম্পন্ন বার্মা ইস্টার্ন এর একটি তৈলবাহী জাহাজ নিমজ্জিত হয়। বিস্ফোরণ ও আগুনে জাহাজের ৮ জন প্রাণ হারায়। ২০ মিনিটের বেবধানে দুটি বিস্ফোরণ ঘটে। ফলে জাহাজে আগুন ধরে যায়। নিহতদের ৫ জন ফায়ার সার্ভিসের কর্মচারী। প্রথম বিস্ফোরণের পর তারা আগুন নেভাতে গেলে ২য় বিস্ফোরণে তারা নিহত হন। তাদের দেহাবশেষ পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের ১৩ জন সহ ৩০ জন আহত হয়েছে। জাহাজটিতে গ্যাসোলিন ও পেট্রল আমদানি করা হয়েছিল।