You dont have javascript enabled! Please enable it! 1971.11.03 | রাজাকার আল শামস আল বদর বাহিনীর তৎপরতা - সংগ্রামের নোটবুক

৩ নভেম্বর ১৯৭১ঃ রাজাকার আল শামস আল বদর বাহিনীর তৎপরতা

পৃথক পৃথক ঘটনায় সারা প্রদেশ রাজাকার, আল শামস, আল বদরের হাতে ৫ জন ভারতীয় চর নিহত হয়েছেন। রাজশাহীর মরাগ্রামে রেল সেতুতে ডিনামাইট স্থাপনকালে স্থানীয় রাজাকার ও আলশামস এর টহল দলের নজরে আসে। ভারতীয় চরেরা টহল পার্টিকে দেখে তাদের উপর হামলা করে রাজাকাররা পাল্টা প্রতিরোধ গড়ে তুলে। এখানে দুজন চর নিহত হয় বাকিরা রাইফেল পানিতে ফেলে দিয়ে পালিয়ে যায়। রাজাকার রা ডিনামাইট টি সেতু থেকে সরিয়ে নেয়। রংপুরের দরাজগঞ্জে ভারতীয় চররা টেলিফোনের তার কাঁটার সময় রাজাকারদের নজরে আসে। রাজাকাররা তাদের উপর আক্রমন করলে ৩ জন চর নিহত হয়। এখান থেকে অস্র উদ্ধার হয়েছে। রংপুরের বরখাতায় একটি ডিপো থেকে রাজাকার আল শামস এর যৌথ দল ১৫০ পাউন্ড বিস্ফোরক ৩৯ টি মাইন ১১৮ টি হাত বোমা উদ্ধার করে। বগুড়ার আদমদীঘিতে এক শান্তি কমিটি নেতার বাড়ীর দিকে ভারতীয় চরদের একটি দল অগ্রসর হওয়ার সময় খবর পেয়ে রাজাকার ও আল বদরের যৌথ দল ঘটনাস্থলে পৌঁছে তাদের চ্যালেঞ্জ করে। পরে সেখান থেকে তারা ২ জন চরকে আটক করে।