৩ নভেম্বর ১৯৭১ঃ ডেইলি মেইলে মুজিবের মুক্তি বা তার সাথে ইয়াহিয়ার আলোচনার সংবাদ সঠিক নয়। ডেইলি নিউজ করাচী
করাচীর ডেইলি নিউজ তার লন্ডনস্থ সংবাদ দাতার বরাতে জানিয়েছে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান লন্ডনের ডেইলি মেইলের সাথে সাক্ষাৎকারে শেখ মুজিবের সাথে কোন আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন মুজিব তার সাথে স্বায়ত্তশাসন নিয়ে দুবছর আলাপ আলোচনা করেছেন। মুজিব তার কথা রাখেননি। তিনি রাষ্ট্রের বিরুদ্ধে সশস্র বিদ্রোহের সংগঠন করেন এবং সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন। মুজিবের এই বিদ্রোহ দমন করা ছাড়া তাদের আর কোন পথ ছিল না। তিনি না করলেও তার জায়গায় অন্য সরকার থাকলেও তিনি তাই করতেন। সে লোকটিকে কেমন করে ফিরে আসতে বা আমার সাথে আলোচনা করতে বলি। তার বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার অভিযোগ আনা হয়েছে। আমি মুজিবকে হত্যা করে তারপর তার বিচার করিনি অন্যান্যরা যেটা করে থাকে। ডেইলি নিউজ বলছে ডেইলি মেইলের অনেক তথ্য টাইমস এর তথ্য এর সাথে অসঙ্গতিপূর্ণ তাই মেইলের বক্তব্য এর ব্যাখ্যা দান আবশ্যক হয়ে পরেছে।