০৩ নভেম্বর ১৯৭১ঃ আন্তঃজার্তিক
চীন
পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেও সামরিক তৎপরতা চালানোর কাজে সাহায্য না করা এবং পাকিস্তানের সাথে সকল বিবাদ সরাসরি আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলার জন্য গণচীন ভারতের প্রতি হুশিয়ারি জানায়।
ফ্রান্স
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী maurice schumann তাদের পার্লামেন্টে রাজনৈতিক ও সাংবিধানিক পন্থায় পূর্ব পাকিস্তানের সমস্যা সমাধানের জন্য পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়ার কাছে আবেদন করেছেন। তিনি আরও বলেন পূর্ব পাকিস্তানের সমস্যা সমাধান এবং শরণার্থী প্রত্যাবর্তনের সমস্যা দূরীকরণে ফ্রান্স ইতিমধ্যে উভয় দেশের রাষ্ট্র প্রধানের কাছে পত্র প্রেরন করেছে।
আগা শাহী সদরুদ্দিন আগা খান বৈঠক
জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আগা শাহী জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার প্রিন্স সদরুদ্দিন আগা খানের সাথে সাক্ষাৎ করেছেন। আগা শাহী প্রিন্সকে পূর্ব পাকিস্তান সমস্যা এবং শরণার্থী প্রত্যাবর্তনে সমস্যা গুলি নিয়া আলোচনা করেন।