You dont have javascript enabled! Please enable it! 1971.12.03 | নীলফামারীর ডোমারে নিয়াজি - সংগ্রামের নোটবুক

৩ নভেম্বর ১৯৭১ঃ নীলফামারীর ডোমারে নিয়াজি

পূর্বাঞ্চল কম্যান্ডের কম্যান্ডোর ও ‘খ’ অঞ্চলের সামরিক আইন প্রশাসক লেফটেন্যান্ট জেনারেল.নিয়াজি নীলফামারীর উত্তরে ডোমারে স্থানীয় সেনা ক্যাম্প (৮ পাঞ্জাব কোম্পানি) পরিদর্শন শেষে শান্তিকমিটির এক সমাবেশে বলেন, ভারত প্রতিদিন আমাদের সীমন্তিবর্তী গ্রামগুলোর ওপর গোলাবর্ষণ করে বহু নিরাপরাধ নারী- পুরুষ ও শিশুকে হত্যা করছে। তারা পূর্ব পাকিস্তানের জনগণের শুভাকাক্সক্ষী হতে পারে না। নিয়াজীকে স্থানীয় ব্রিগেড কমান্ডার জানান, ‘প্রধানতঃ রাজাকাররা সদা জাগ্রত থাকার দরুনই এই এলাকায় শত্রুরা একটিও সেতু অথবা কালভার্ট ধ্বংস করতে পারেনি।’ স্থানীয় ব্রিগেড কমান্ডার নিয়াজিকে জানান স্থানীয় রাজাকার আল শামস আল বদর নিয়মিত বাহিনীর সাথে অত্যন্ত দক্ষতার সহিত দায়িত্ব পালন করিতেছে। পরে তিনি লালমনিরহাট এবং রংপুর সফর করেন।