You dont have javascript enabled! Please enable it!

২ নভেম্বর ১৯৭১ঃ পিপিপি – পিডিপি মৈত্রী প্রসঙ্গে নুরুল আমীন

পিডিপি প্রাদেশিক প্রধান নুরুল আমীন করাচী বিমানবন্দরে সাংবাদিকদের বলেছেন পিপিপি এর সাথে পিডিপি এর সম্ভাব্য মৈত্রী জোট গঠন প্রসঙ্গে এখনো কোন আলোচনা হয়নি। তবে ভবিষ্যতের কথা কে বলতে পারে। তিনি ইয়াহিয়া খানের সাথে দেখা করার জন্য রাওয়ালপিন্ডি যাবেন। তিনি প্রেসিডেন্ট এর সাথে শাসনন্তান্ত্রিক বিষয় ও পূর্ব পাকিস্তান সমস্যা নিয়ে আলোচনা করবেন। তিনি বলেন এ বৈঠক তার আগ্রহেই হচ্ছে। তার ইচ্ছা ৬ দলের ইচ্ছাতেই হয়েছে। তিনি পশ্চিম পাকিস্তানে ৬ দিন থাকবেন। শাসনন্তান্ত্রিক বিষয়ে তিনি তার দলের ৮ দফা অন্তর্ভুক্ত করার জন্য প্রেসিডেন্টকে চাপ দিবেন। যেহেতু তিনি খসড়া দেখেননি তাই ৮ দফার কতটুকুর জন্য চাপ দিবেন তা নিশ্চিত নয়। তিনি পূর্ব পাকিস্তানে পিপিপির ৬ আসন থেকে কতিপয় প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার করে তাদের নির্বাচিত করার বিষয়টি রহস্যজনক এবং তাতে তিনি অসন্তোষ প্রকাশ করেন। তিনি এ বিষয় এখনও খতিয়ে দেখেননি বা এখানকার প্রশাসনের হাত আছে কিনা তাও বলতে পারেননি। পিপিপির সাথে সমঝোতার মাধ্যমে এ প্রত্যাহার হয়েছে এ গুজব তিনি অস্বীকার করেন। তিনি বলেন বে আইনি আওয়ামী লীগের অনেক সদস্যই দেশে ফিরতে ইচ্ছুক কিন্তু ভারত তাদের আসতে দিচ্ছে না। তিনি বলেন পশ্চিম পাকিস্তান পিডিপি এবং পূর্ব পাকিস্তান পিডিপির মধ্যে মৌলিক কোন তফাৎ নেই।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!