You dont have javascript enabled! Please enable it! 1971.11.02 | ব্রিটেনের রানী এলিজাবেথ - সংগ্রামের নোটবুক

২ নভেম্বর ১৯৭১ঃ বিবিধ
এলিজাবেথ
ব্রিটেনের রানী এলিজাবেথ হাউজ অব কমন্স এর অধিবেশনে তাহার মন্ত্রীবৃন্দকে বলেন পূর্ব পাকিস্তান ও শরণার্থী সমস্যা দ্রুত মিটিয়ে ফেলার আবেদন জানিয়েছেন।
কেনেডি ২৫ কোটি ডলার সাহায্যের বিল পেশ করিবেন। সিনেটর কেনেডি ওয়াশিংটনে বলেন ভারতের শরণার্থী শিবির সমুহে প্রতিদিন ৩০০ শিশু মারা যাচ্ছে। এই বছরের শেষ নাগাদ সেখানে আর দুই লক্ষ শিশু মারা যাবে। কগ্রেস যদি বৈদেশিক সাহায্য বিল পাশ না করে তবে তিনি শরণার্থীদের জন্য ২৫ কোটি ডলারের একটি বিল পেশ করবেন। আগের প্রত্যাখ্যাত বিলেও এই ২৫ কোটি টাকার সাহায্যের কথা আছে। তিনি গত আগস্টে ভারত সফরের উপর একটি প্রতিবেদন পেশ করতে ছিলেন।
জাতিসংঘ আন্ডার সেক্রেটারি জেনারেল পল ম্যাক হেনরি ঢাকায় এসেছেন।
ডঃ ফাতিমা সাদিক
জাতিসংঘে পাকিস্তান প্রতিনিধিদলের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফাতিমা সাদিক জাতিসংঘের একটি কমিটির বৈঠকে বলেন ভারত দুই দেশের মধ্যে ভাল সম্পর্ক রাখতে চায় না তারা সংঘর্ষের বিস্তৃতি ঘটাতে চান। পাকিস্তান জাতিসংঘের প্রস্তাব মানলেও ভারত তা মানছে না।
আজ থেকে সাতক্ষীরা রুটে বাস চালু হয়েছে।