২ নভেম্বর ১৯৭১ঃ ঢাকায় কানাডীয় ত্রানবাহী বিমান
কানাডা সরকারের দেয়া রিলিফের একটি চালান ঢাকা বিমানবন্দরে পৌঁছেছে। এগুলির মধ্যে আছে ২৪০ বেল কম্বল, ১৯২৫০ পাউন্ড সয়াবিন তেল, ৩৬৬৮ পাউন্ড ঔষধ। সফর রত কানাডীয় উন্নয়ন প্রতিনিধিদলের নেতা পল জেরিন লাজই এ ত্রান সমুহ পূর্ব পাকিস্তানের ত্রান কমিশনার আনিসুজ্জামানের কাছে হস্তান্তর করেন। এ সকল ত্রান গোলযোগে ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরন করা হবে। ত্রান পাওয়ার পর ত্রান দেয়ার জন্য কানাডা সরকারকে ধন্নবাদ জ্ঞাপন করেন। উন্নয়ন প্রতিনিধিদল ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।