You dont have javascript enabled! Please enable it! 1971.11.01 | নিউজউইক ও লন্ডনের ডেইলি মেইলের সাথে ইয়াহিয়ার সাক্ষাৎকার - সংগ্রামের নোটবুক

১ নভেম্বর ১৯৭১ঃ নিউজউইক ও লন্ডনের ডেইলি মেইলের সাথে ইয়াহিয়ার সাক্ষাৎকার

পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান লন্ডনের ‘ডেইলী মেইল’-এর সাথে এক সাক্ষাৎকারে বলেছেন, ভারত আমাদের সাথে ইতিমধ্যে যুদ্ধে লিপ্ত। আমরা এর জবাব এখনো দিচ্ছি না। তারা প্রতিদিন আমাদের ভূখণ্ডে ৫০ থেকে ৩০০০ টি গোলাবর্ষণ করে যাচ্ছে। ১ নভেম্বর থেকে ভারত-পাকিস্তান আক্রমণ করলে চীন তা সহ্য করবে না। তিনি বলেন, বাংলাদেশ অর্থ যে পাকিস্তান খণ্ডিত হওয়ার চাইতেও বেশি তাহা এই মহিলাটি যেন অনুধাবন করতে সমর্থ হন। ইহা খোদ ভারতীয় ইউনিয়নের অবসানের সূচনা করবে। পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান নিউজ উইক এর সাথে এক সাক্ষাৎকারে বলেছেন, ভারত পাকিস্তান যুদ্ধ অতি নিকটে। এ যুদ্ধে চীন তাদের অস্র সরবরাহ করবে। ভারত আমাদের সাথে ইতিমধ্যে যুদ্ধ শুরু করে দিয়েছে। আমরা এর জবাব এখনো দিচ্ছি না।

উত্তপ্ত পরিস্থিতি আরও সম্প্রসারন করুক আমরা তা চাই না। ভারত একটি এলাকা দখল করে তাতে ক্রীড়নক বাংলাদেশ সরকার বসানোর অর্থ হচ্ছে পূর্ণাঙ্গ যুদ্ধ। যদি তাই দারায় চীন তা সহ্য করবে না পাকিস্তানের সাহায্যে তারা এগিয়ে আসবে। তিনি বলেন ২০ ডিসেম্বর জাতীয় পরিষদ বসবে এবং পররাষ্ট্র, প্রতিরক্ষা এবং কর ধার্য ছাড়া সকল ক্ষেত্রে স্বাধীনতা ভোগ করবে। জাতি শেখ মুজিবের মুক্তি দাবী করলে বেআইনী আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমানের মুক্তির প্রশ্নটি তিনি বিবেচনা করে দেখতে পারেন। তবে খেয়ালের বশে তাকে আমি মুক্তি দিতে পারিনা। তবে মুক্তির পর মুজিব পূর্ব পাকিস্তান ফিরে গেলে তার লোকেরাই তাকে মেরে ফেলবে কারন তারা মনে করে বর্তমান দুরাবস্থার জন্য তিনিই দায়ী।