৩১ অক্টোবর ১৯৭১ঃ যুদ্ধ পরিস্থিতি
ভারতীয় বাহিনী পূর্ব পাকিস্তান সীমান্তের ১৯টি গ্রামে গোলাবর্ষণ করেছে। এতে ২০ জন নিহত ১৪ জন আহত হয়েছে। ৪২টি বাড়ী সম্পূর্ণ বা আংশিক নষ্ট হয়েছে। মোট গোলাবর্ষণের পরিমান ১ হাজার ৬ শত ৫০ টি। আক্রান্ত গ্রাম গুলো হল ফেনীর বিলোনিয়া, পরশুরাম, আমলিঘাট কুমিল্লার চৌদ্দগ্রাম, সালদা নদী মৌলভীবাজারের চাতলাপুর, ধলাই যশোরের ছুটটিপুর, বেনাপোল দিনাজপুরের বর খাটা, হিলি ময়মনসিংহের কামালপুর অন্যতম। এসকল হাম লায় পাকিস্তান বাহিনী প্রত্যুত্তর দেয়নি। রাজাকারদের হাতে তিনটি ঘটনাস্থলে ৫ জন ভারতীয় চর নিহত হয়েছে ৬ জন বন্দী হয়েছে। এর মধ্যে ঢাকার উত্তরে মির্জাপুরে ২ জন নিহত হয় ৩ জন আটক হয়। বাকীরা নিহত হয় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে।
৩য় ঘটনা ঘটে সিলেটের বিয়ানীবাজারের ঢাকা দক্ষিন এলাকায় এখানে ৩ জন আহত হয় বাকীরা পালিয়ে যেতে সক্ষম হয়। তিন ঘটনায় রাজাকাররা প্রচুর অস্র গোলাবারুদ আটক করেছে। খুলনায় দায়িত্ব পালনকালে গভীর রাতে দুজন পুলিশ গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। ভারত স্বীকার করেছে সীমান্তে তার দেশ প্রতিরক্ষার জন্য গোলাবর্ষণ করতে বাধ্য হয়েছে। তবে তা তার দেশের আধা সামরিক বাহিনীর মধ্যেই সীমাবদ্ধ। মুখপাত্র বলেন সীমান্তে যে সকল সৈন্য মোতায়েন করা হয়েছে তা প্রত্যাহার করা হবে না। সীমান্ত গ্রাউন্ড রুলস অনুযায়ী সীমান্তের ৫ মাইল এর মধ্যে সেনা মোতায়েন করা যায় না কিন্তু উভয় দেশ ১ কিমি এর মধ্যে সৈন্য সমাবেশ করেছে।