৩১ অক্টোবর ১৯৭১ঃ প্রাদেশিক নির্বাচন কমিশনে বোমা হামলা
১০-১২ জনের মুক্তিযোদ্ধাদের একটি সশস্র দল আউটার সার্কুলার ( মালিবাগ- বাংলামটর) রোডে অবস্থিত প্রাদেশিক নির্বাচন কমিশনে অফিসে প্রবেশ করে ২ জন নিরাপত্তা কর্মীকে বের করে অফিসের একটি কক্ষে বোমার বিস্ফোরণ ঘটায়। এতে অফিস ভবনের একাংশ ধ্বংস এবংr কিছু রেকর্ড পত্র আগুনে পুড়ে যায়। দমকল বাহিনী খবর পেয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলে। বিচারপতি সায়েম নির্বাচন কমিশনার প্রাদেশিক দায়িত্ব এই অফিসে করতেন।