You dont have javascript enabled! Please enable it!

৩১ অক্টোবর ১৯৭১ঃ ভারত সহসাই পূর্ব পাকিস্তান আক্রমন করবে- গার্ডিয়ান

লন্ডনের ডেইলি টেলিগ্রাফ এর দিল্লিস্থ সংবাদদাতা ক্লেয়ার হোলিংওয়ার্থ এর বরাত দিয়ে বলেছে ভারতীয় সৈন্যরা পূর্ব পাকিস্তান আক্রমনের জন্য প্রস্তুত হয়ে আছে। ইন্দিরা গান্ধী পশ্চিমা দেশ সমুহ সফরের আগেই সশস্র বাহিনীর প্রধান দের সাথে বৈঠকে মিলিত হয়েছিলেন। এ বৈঠকে জেনারেলগন এখনই পূর্ব পাকিস্তানে সামরিক অভিযান চালানোর পক্ষে মত দিয়েছিলেন। সীমান্ত রাজ্য গুলোতে এমন সব নির্দেশ পাঠানো হয়েছে যা জরুরী অবস্থা জারীর সাথে সাথে পালনের নির্দেশ দেয়া হয়েছে। রিজার্ভ বাহিনী এবং সকল কারিগরি জনবলদের ইতিমধ্যে তলব করা হয়েছে।
নোটঃ ক্লেয়ার হোলিংওয়ার্থ পাকিস্তান সরকারের পৃষ্ঠপোষকতায় যে সকল সাংবাদিক পূর্ব পাকিস্তান সফর করেছিলেন তাদের অন্যতম