৩১ অক্টোবর ১৯৭১ঃ ভিক্ষার পাত্র নিয়ে সফরে বের হই নাই –লন্ডনে ইন্দিরা গান্ধী।
ব্রিটেন সফরে ইন্দিরা গান্ধী ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ এর সাথে তার গ্রামের বাড়ীতে বৈঠকে মিলিত হন। বৈঠকে হিথ ইন্দিরা গান্ধীকে শরণার্থী প্রত্যাবর্তনের সুবিধার্থে পূর্ব পাকিস্তানে জাতিসংঘ পর্যবেক্ষকের উপস্থিতি মেনে নেয়ার আহবান জানান। উত্তরে ইন্দিরা গান্ধী বলেন পাকিস্তানের মোকাবেলায় তার দেশ ব্রিটেনের সমর্থন আদায়ের জন্য এ সফর করছেন। তিনি বলেন সীমান্ত সংঘর্ষকে কেন্দ্র করে পাকিস্তানের যুদ্ধ হুমকিতে তিনি ব্রিটেনের সাহায্য চান। অবজারভার পত্রিকার সাথে এক সাক্ষাৎকারে ইন্দিরা গান্ধী বলেন যুক্তরাষ্ট্রের পাকিস্তান নীতি সন্দেহজনক যুক্তরাষ্ট্র পাকিস্তানকে ভারত আক্রমনে ইন্ধন যোগাচ্ছে। ইন্দিরা বলেন তিনি ভিক্ষার পাত্র নিয়ে সফরে বের হননি। এও তিনি জোর দিয়ে বলেন পূর্ব পাকিস্তানী শরণার্থীদের ব্যায়ভার বহনে বিশ্ব সমাজ ত্বরিত সাড়া না দিলে ভারতের নিজস্ব আয় নিঃশেষ হয়ে পরবে এবং সেই ক্ষেত্রে পরিস্থিতি দ্রুত আওতার বাহিরে চলে যেতে পারে।