You dont have javascript enabled! Please enable it! 1974.10.23 | দৈনিক পূর্বদেশ -অর্থনৈতিক মুক্তির জন্য উন্নয়নশীল দেশগুলাের মধ্যে সংহতি আবশ্যক - সংগ্রামের নোটবুক

অক্টোবর ২৩, ১৯৭৪ বুধবার ঃ দৈনিক পূর্বদেশ

অর্থনৈতিক মুক্তির জন্য উন্নয়নশীল দেশগুলাের মধ্যে সংহতি আবশ্যকঃ স্টাফ রিপাের্টার। অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ ছােট ও উন্নয়নশীল দেশসমূহের অর্থনৈতিক মুক্তির জন্য তাদের মধ্যকার সংহতির ওপর গুরুত্ব আরােপ করেছেন। গতকাল মঙ্গলবার মিসরের সাবেক প্রেসিডেন্ট জামাল আবদুল নাসেরের ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে সভাপতির ভাষণ দানাকালে তিনি এই মত প্রকাশ করেন। তিনি বলেন যে, প্রেসিডেন্ট নাসের ছিলেন জোটনিরপেক্ষ রাষ্ট্রজোটের অন্যতম উদ্যোক্তা। তিনি এই জোটের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলােকে একত্রিত করে তাদের অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়ে গেছেন। তিনি এ ব্যাপারে তার দেশের অর্থনৈতিক মুক্তির জন্য সমাজতান্ত্রিক বিশ্বের সহযােগিতা গ্রহণ করেছেন। তিনি বাংলাদেশের বর্তমান অবস্থার সাথে বিপ্লবােত্তর নাসেরের মিসরের তুলনা করেন। তিনি বলেন, বাংলাদেশের মত মিসরেও অনেক বাধা বিপত্তি এসেছে। তবে প্রেসিডেন্ট নাসের তা অপসারণ করেন এবং সােভিয়েট ইউনিয়নের সহযােগিতায় আসসায়ান বাঁধ তৈরি করে জনগণের দুঃখ লাঘব করেছেন। বাংলাদেশে সমাজতন্ত্র বাস্তবায়ন প্রসঙ্গে জনাব তাজউদ্দিন আহমদ বলেন, এ জন্য আমাদের বাস্তব দৃষ্টিভঙ্গি নেয়া প্রয়ােজন, তা না হলে সমাজতন্ত্র কায়েম করা সম্ভব নয়। তিনি বলেন, বাংলাদেশের চার মূল নীতির অন্যতম হল সমাজতন্ত্র । কিন্তু তা বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের ভূমিকা প্রয়ােজন অনুরূপ নয়। প্রেসিডেন্ট নাসেরের মৃত্যু দিবস উপলক্ষে বাংলাদেশ পরিষদে উন্নয়শীল রাষ্ট্র ও সমাজতান্ত্রিক জগতের মৈত্রী ও সহযােগিতা’ শীর্ষক এই আলােচনা সভার এই আয়ােজন করে আফ্রো এশিয় গণ-সংহতি সংস্থা। জনাব তাজউদ্দিন এই সংস্থার সভাপতি।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি